Best Reseller Hosting Service in BD
সুপ্রিয় Any Tech Tune কমিউনিটি, আমি teleinfo24.com থেকে একজন টেলিবার্তা বাহক বলছি। আপনি যে অপারেটর ব্যবহার করছেন তা কি আপনাকে সকল সুবিধা দিচ্ছে বা আপনি সেই সুবিধা সম্পর্কে অবগত আছেন? উত্তর চাইলে ভিজিট করুন Teleinfo24.com বাংলাদেশী ফাস্ট আপডেটেড টেলিনিউজ পোর্টাল
মোট পোস্ট সংখ্যা: 8  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

জিপির এই মাত্র পাওয়া অফার!!! নিয়ে নিন ২.৫ এবং ৪ জিবি ইন্টারনেট সম্পূর্ন ফ্রি তে। ব্যান খাওয়া গ্যারান্টি দিলাম

জিপির গ্রাহকগন অনেকদিন ধরেই ফ্রি নেটের ভালো ভালো ফ্রি নেটের অফারের কথা শোনেন না। তাদের জন্যই একটা বড় সড় প্যাকেজ উপস্থাপন করলাম। সবচেয়ে মজার ব্যপার হল এই প্যাকেজটি আপনি রেগুলার প্যাকেজের মতই ব্যবহার করতে পারবেন তবে তার জন্য যা যা করতে হবে এবং প্যাকেজের সম্পুর্ন ডিটেইলস ও মেয়াদ সম্পর্কে জানতে নিচের দিক লক্ষ্য করুন।
Teleinfo24.com

কিছু পেতে হলে কিছু দিতে হয়ঃ-

আপনাকে জিপির একটি মডেম কিনতে হবে। দাম ১৪৯৯ টাকা।

GP-4GB-2.5GB-bonus

Tips Published By Teleinfo24.com

প্লিজ ভাই গালাগালি করবেন না। আগে বুঝে নিন তারপর বলবেন খারাপ নাকি ভালো!

e-HostBD Hosting Service

কিছু দেওয়া শেষে যা পাবেনঃ-

যাই হোক আর কোনো চিন্তা নাই দেওয়া শেষ এবার আসি পাওয়ার কথায়। আপনি প্রতি ২.৫ জিবির কিনলে ২.৫ জিবি ফ্রি পাবেন (৩৫০ টাকা )আর ৪ জিবি (৫০০ টাকা) কেনার জন্য ৪ জিবি ফ্রি পাবেন। যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তারা তো করেনই আর যারা করেন না তারা এই প্যাকেজের মাধ্যমে অনেক লাভবান হবেন।Teleinfo24.com

এবার মোট খরচ যোগ করুনঃ-

২.৫ জিবির জন্য মোট খরচ ১৪৯৯+৩৫০= ১৮৪৯ টাকাএবং

৪ জিবির জন্য মোট খরচ  ১৪৯৯+৫০০= ২০৪৯ টাকাTeleinfo24.com

কি খুব বেশি খরচ মনে হচ্ছেঃ-

না ভাই একদম ই কম। আপনি যদি ৬ মাস একটানা ৫ জিবি  করে প্রতি মাসে ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি মাসে গুনতে হবে ৪৪৫ (৮৯ টাকায় ১ জিবি হিসেবে) টাকা আর যদি প্রতি মাসে ৮ জিবি ব্যবহার করেন তাহলে খরচ হবে ৭১২ টাকা (৮৯ টাকায় ১ জিবি হিসেবে)

কিন্তু ৬ মাস এভাবে প্রতি মাসে ৪৪৫ টাকা এবং ৭১২ টাকা হলে ৬ মাসে বাশ যাবে ২৬৭০ এবং ৪২৭২ টাকা … কিন্তু আপনি যদি উপরের অফার টি ব্যবহার করেন তাহলে আপনি শুধু মাত্র উপরোক্ত টাকাই খরচ হবে।
Teleinfo24.com
আর সাথে তো জিপির মডেম ফ্রি পাইলেন আর চিন্তা কি!!! চালান উড়া ধুরা! স্পিড মাগার ৩জি।

গার্ল ফ্রেন্ডরে ট্রিট দিয়েনঃ-

এখন যদি বলি যা বাচলো সেটা আমাকে খাওয়ান তা  তো করবেন না। আর কি করা গার্ল ফ্রেন্ড রে খাওয়েন আর নইলে Teleinfo24.com কিছু গিফট কইরেন।

দাবীঃ-

টাকাও চাই না পয়সাও চাই না।
চাই না ভাই গিফট ।
আমার ব্লগটা ঘুরে আসলে মজা পাবেন নিশ্চিত Teleinfo24.com

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন