Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

কিভাবে ব্রডব্যান্ড কানেকশন অটো কানেক্ট করবেন

সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। কাজের চাপে এখন আর সময় দিতে পারি না।

আসলে আমি নিজেই ব্রডব্যান্ড কানেকশন অটো কানেক্ট নিয়ে সমস্যায় পরেছিলাম তাই এইটা নিয়ে ঘাটাঘাটি করে এর সমাধান বের করলাম। যদিও অনেকে জানেন তারপরেও জারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম।

আমরা যারা  ব্রডব্যান্ড কানেকশন ব্যাবহার করি তারা সবাই এ সমস্যায় পড়ে থাকি। বারা বার ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট করতে হয়। তাই এই ট্রিক্স ব্যাবহার করলে আপনি যখন আপনার পিসি অন করবেন তখন অটো ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট হয়ে যাবে।

e-HostBD Hosting Service

যাহোক প্রথমে আপনার পিসি থেকে নোটপ্যাড ওপেন করুন। নিছের মত লিখুন।

rasdial Broadband connection Username password

Broadband connection: এখানে আপনার কানেকশন নাম দিবেন।
Username : এখানে আপনার কানেকশন ইউজার নেম দিবেন।
password : এখানে আপনার কানেকশন পাসওয়ার্ড দিবেন।

এরপর এই নোটপ্যাড .bat ফরম্যাট এ সেভ করুন।

 

এরপর Run কমান্ড ওপেন করুন এবং নিছের লাইন কপি করে পেস্ট করুন।

%programdata%\Microsoft\Windows\Start Menu\Programs\Startup

এরপর দেখবেন একটা ফোল্ডার ওপেন হবে।

এখানে এই .bat ফাইল কপি করে পেস্ট করুন।

এখন থেকে আপনার পিসি যখন অন করবেন অটো ব্রডব্যান্ড কানেকশন কানেক্ট হবে। কেউ যদি না বুঝতে পারেন তাহলে নিছের ভিডিও টি দেখেন তাহলে ভাল করে বুঝতে পারবেন আশা করি।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন