বন্ধুরা কেমন আছ। আবারও হাজির হলাম নতুন একটা টিপস নিয়া। আজ একটা ইম্পরট্যান্ট টিপস দিবো। যেটা তোমাদের খুব কাজে লাগবে বলে আমার ধারনা। আমাদের অনেকেরি ওয়েবসাইট বা ব্লগ আসে আথবা কেউ কেউ বিজনেস এর জন্য ওয়েবসাইট খোলে। আর এই ওয়েবসাইট কে পপুলার করারা জন্য ফেসবুক বা অন্যান্য Social সাইট এ পেজ বা গ্রুপ খোলে। কিন্তু পেজ আর লাইক বারানর জন্য অনেক কিছু করে। অনেকে আবার টাকাও খরচ করে। আজ আমি আমন একটা সাইট আর কথা বলবো যেখান থেকে আপনি ফেসবুক লাইক, গুগল প্লাস, টুইটার এ follow ইত্যাদি বারাতে পারেন এক নিমিশাই। কোন টাকা ছারাই। আবার যদি কিনতে চান তাও পাবেন। তাহলে আর কি চলুন সাইট এ গিয়া রেজিস্ট্রেশান করা যাক।
রেজিস্ট্রেশান এর জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন
রেজিস্ট্রেশান
রেজিস্ট্রেশান করে লগিন করুন। তারপর আপনার পেজ অ্যাড করুন। আপনি এই সাইট এর মাধ্যমে ট্রাফিক এক্সচেঞ্জ ও করতে পারেন। আজ তবে এখানে । আল্লাহ হাফেয।
মন্তব্য করুন