Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

পিসিতে উইন্ডোজ ইন্সটল দিলেও আপনার IDM এর ডাউনলোড ফাইল থাকবে আগের অবস্থায়ই

আমরা যার ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই জানি IDM এর কথা। এটি একটি সবচেয়ে ভালো ডাউনলোডার। আমার মনে হয়ই ৮০% ইন্টারনেট বাবহারকারি এই IDM ব্যবহার করে। আমাদের অনেক সমই উইন্ডোজ ইন্সটল দেয়ার প্রয়োজন পড়ে এখেত্ত্রে আমাদের IDM এ যদি কোন ফাইল ডাউনলোড অবস্থায় থাকে তাহলে সেটি এর থাকে না। আজ আমি দেখাব উইন্ডোজ দেয়ার পড়ে ও আগের ডাউনলোড অবস্থাই থাকা ফাইল আবার সেখান থেকে ডাউনলোড সুরু হবে বা উইন্ডোজ দেওয়ার পরও আপনার আইডিএম এর ফাইলগুলোকে পূর্বের অবস্থায় পাবেন।
প্রথমেই যেটা করতে হবে সেটা হল আপনার পিসির C drive এর যেখানে IDM এর setup file আছে সেখানে যান। যেমন :
C:\program file\Internet download manager\
এবার নিচের চিত্রের মতো IDMan  এই file টি কে খুঁজে বার করুন।

idmanexe
এই ফাইলটি উইন্ডোজ ভেদে ভিন্ন হয়।
এই ফাইলটাই আপনার আইডিএম এর ব্যাকআপ ফাইল। এটিকে আপনি কপি করে অন্য কোথাও রেকে দিন। পড়ে যখন আপনি উইন্ডোজ ইন্সটল দিবেন তারপর IDM ইন্সটল করে ঐ ফাইল টি ঐ জাইগাই Replace করে দিন। দেখবেন আপনার আইডিএম পূর্বের অবস্থায় ফিরে গেছে।

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন