অনেকেই আমরা বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকি। বাসার ইন্টারনেট কানেকশনটি রিয়েল আইপি কিনা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আসলে, আমাদের এলাকার আইএসপি ব্যবসায়ীরা অনেক সময় ধোকা দিয়ে থাকে, রিয়েল আইপি বলে শেয়ারড আইপি কানেকশন দিয়ে যায়। তাদের এই প্রতারনা থেকে বাচার জন্যই এই লেখা। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেননা তাদের জন্যই আমার আজকের ব্লগ। যেহেতু আমার আজকের ব্লগের উদ্দেশ্য কানেকশন রিয়েল আইপি কিনা তা চেক করা তাই আইপি এড্রেস কি, কত প্রকার এবং রিয়েল আইপি কাকে বলে তা এভোয়েড করে যাচ্ছি।
চেক করার জন্য নিচের সহজ ৬টি ধাপগুলো অনুসরন করুন-
- ১. প্রথমে ইউটরেন্ট ওয়েবসাইট থেকে ইউটরেন্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- ২. সফটওয়্যারটি রান করুন এবং Ctrl+G চাপুন।
- ৩. Current Port এ যেই পোর্ট নম্বরটি আছে সেটি কপি করুন।
- ৪. এবার www.canyouseeme.org এই সাইটে চলে যান।
- ৫. Port to Check এ কপি করা পোর্ট নম্বরটি পেস্ট করুন।
- ৬. Check Port বাটনে ক্লিক করুন।
আপনার আইপি এড্রেস যদি রিয়েল হয়ে থাকে তাহলে সাকসেস মেসেজ দেখাবে আর যদি আপনার আইপি এড্রেস শেয়ারড হয়ে থাকে তাহলে ইরর মেসেজ দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন।
রিয়েল আইপি কেন দরকার হতে পারে?
কিছু কিছু বিশেষ কাজ বাদে আপনার আসলে রিয়েল আইপির কোন দরকার নাই। আপনি নিশ্চিন্তে শেয়ারড আইপি ব্যবহার করতে পারে। কিছু কিছু বিশেষ কাজ বলতে আমি বুঝাচ্ছি যেমন- আপনি যদি কোন ওয়েবসাইট হোস্ট করতে চান, তাহলে আপনার রিয়েল আইপি লাগবে। আপিনি যদি এমন কোন সাইটে ফ্রিল্যান্সিং এর কাজ করেন যারা তার ব্যবহারকারীদের ট্র্যাক করতে চায় তাহলে আপনার রিয়েল আইপি লাগবে। আবার যারা অনলাইনে গেম খেলতে চান তাদেরও রিয়েল আইই লাগতে পারে।
কন্টেন্ট ক্রেডিট: রেডিটুরিডিং.কম
মন্তব্য করুন