Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

IDM এ অর্ধেক ডাউনলোড হওয়া ফাইল আবার ডাউনলোড করুন অর্ধেক থেকে

আমার সবাই IDM সম্পর্কে জানি এবং ব্যবহার ও করি। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলকপাত করবো যেটা সবারি প্রয়োজন। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা কমবেশি ফাইল ডাউনলোড করে থাকি।কিন্তু বর ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে অনেক সময় কারেন্ট চলে যাই বা কোন কারনে ডাউনলোড বন্ধ করলে মাঝে মাঝে অইখান থেকে ফাইল আর ডাউনলোড হয়না তখন কিজে রাগ তা ধরে। তাই আপনি চাইলে একটা কাজ করে আবার সেখান থেকে ফাইল ডাউনলোড করতে পারেন। এর জন্য যা করতে হবে যে ফাইল তা resume হসসে না সেটা এবার ডাউনলোড দেন এবং কয়েক Second ডাউনলোড করার পর download বন্ধ করে দিয়ে নিছের ছবির মতো ফাইল এ মাউস রেখে রাইট বাটন ক্লিক করে properties আ যান।

properties
এখন লাল দাগ দেয়া এড্রেস টা

addressbar
কপি করে যে ফাইল টা ডাউনলোড হচ্ছে না সেখানে মাউস রেখে আগের মতো properties এ গিয়ে এড্রেস বার এ কপি করা লিঙ্ক টি রিপ্লেস করে দেন। ব্যাস কাজ শেষ। এখন resume এ ক্লিক করেন দেখবেন ডাউনলোড সুরু হয়ে গেছে।

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন