Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

জুমলা সাইট এ SEO-Friendly URL তৈরি করুন

আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি জুমলা সম্পর্কে ধারাবাহিক tutorial লিখবো। কিন্তু সময় করে উঠতে পারছিনা। আজ একটা বিষয়ে লিখতে বসলাম। সেটা একটা ইম্পরট্যান্ট বিষয় আর সেটা হল Jommla সাইট আর SEO . জুমলা সাইট তৈরি করার পর যে পারমালিঙ্ক থাকে সেটা SEO-Friendly URL নয়। তাই কিছু সেটিং পরিবর্তন করে এটিকে সহজেই SEO-Friendly URL করা যায়। আসুন দেখে নেই কিভাবে করা যায় সেটা। এর জন্য প্রথমে আপনার জুমলা সাইট এর administrator panel এ প্রবেশ করুন এবং নিছের ছবির মতো Global Configaration এ ক্লিক করুন।

gcfjoomla-anytech

এরপর নিছের ছবির মতো সবগুল ইয়েস করে দিন।

e-HostBD Hosting Service

seo setting-anytech

এরপর আপনার সাইট এর যেখানে install করা ফাইল গুলো আছে সেখান এ গিয়ে htaccess.txt নামের একটা ফাইল পাবেন, সে ফাইলটি Rename করে .htaccess করে দিন ব্যাস আপনার হয়ে গেল আপনার সার্চ ইন্জিন ফেন্ডলি। বুঝার জন্য ছবি দেয়া হল।

htaccess-anytech

নিছের মতো করে দিন।

txt-to-ht-anytech

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন