আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি জুমলা সম্পর্কে ধারাবাহিক tutorial লিখবো। কিন্তু সময় করে উঠতে পারছিনা। আজ একটা বিষয়ে লিখতে বসলাম। সেটা একটা ইম্পরট্যান্ট বিষয় আর সেটা হল Jommla সাইট আর SEO . জুমলা সাইট তৈরি করার পর যে পারমালিঙ্ক থাকে সেটা SEO-Friendly URL নয়। তাই কিছু সেটিং পরিবর্তন করে এটিকে সহজেই SEO-Friendly URL করা যায়। আসুন দেখে নেই কিভাবে করা যায় সেটা। এর জন্য প্রথমে আপনার জুমলা সাইট এর administrator panel এ প্রবেশ করুন এবং নিছের ছবির মতো Global Configaration এ ক্লিক করুন।
এরপর নিছের ছবির মতো সবগুল ইয়েস করে দিন।
এরপর আপনার সাইট এর যেখানে install করা ফাইল গুলো আছে সেখান এ গিয়ে htaccess.txt নামের একটা ফাইল পাবেন, সে ফাইলটি Rename করে .htaccess করে দিন ব্যাস আপনার হয়ে গেল আপনার সার্চ ইন্জিন ফেন্ডলি। বুঝার জন্য ছবি দেয়া হল।
নিছের মতো করে দিন।
মন্তব্য করুন