বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভাল আছো। আমিও ভাল আছি। আবার লিখতে বসলাম। আজকে তেমন কিছু আলোচনা করবো না। আজকে দেখাব কি করে কোন HTML কোড Module মাদ্ধমে ওয়েবসাইট এ শো করাবেন। কাজ খুব সহজ। প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন।
এরপর Extensions > Module Manager এ জান।
এখানে প্রথম New এ ক্লিক করুন।
এরপর নিছের ছবির মত Custom HTML এ ক্লিক করুন।
এখন দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে। এখনে গোল দাগ দেয়া জায়গায় আপনার কাঙ্খিত HTML কোড পেস্ট করুন।
বাকি সব সেটিং আমি আগের পোস্ট এ দেখিয়াছি। আশা করি বুঝতে পেরেছেন।
আগের পোস্ট না দেখলে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন