আধুনিক সমাজে ল্যাপটপ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাড়িয়েছে। আর এ যন্ত্রটিকে ঠিকঠাক কাজে লাগাতে কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরী।
> মাঝেমধ্যে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
> ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
> ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
> দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
> হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়।
> এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
> শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
> হার্ডডিস্ক ও সিপিইউর মেইনটেন্যান্স কোনো কাজ করবেন না।
> ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহ পর মাঝেমধ্যে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে।
> অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।
> ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
মন্তব্য
very important post for laptop. so follow this instructions and go ahed