১.ব্যাটারি তে ল্যাপটপ চালানোর সমই সময় স্ক্রিনের ব্রাইটনেস এবং যেগুলো প্রোজেগুলদরকার নাই সেগুলো বন্ধ রাখুন
২. ব্যাটারি কানেক্টর এর লাইন মাঝে মাঝে পরিষ্কার করুন
৩.সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন এবং পারলে কুলার ফান ব্যবহার করতে পারেন
৪.Shutdown এর পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যাবহার করতে পারেন আতে ল্যাপটপ বার বার Load নিবে না।
5. দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখবেন এতে ল্যাপটপ এর উপর চাপ কমবে
৬.সপ্তহে অন্তত ২/৩ বার ল্যাপটপ এর ব্যাটারি ব্যবহার করেন
৭.মাঝে মাঝে disk ডিফ্রাগমেন্ট করুন
৮.যেগুলো প্রোগ্রাম দরকার নাই সেগুলো আনইনষ্টল করুন
৯.দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন
মন্তব্য করুন