আসসালামু আলাইকুম আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব বর্তমান সময়ের দুর্দান্ত কিছু গেমিং ডিভাইস নিয়ে।
একটা সময় ছিল যখন গেম খেলাটাকে বেশ বাঁকা নজরে দেখা হত। তবে আজকাল শখের আর নেশার বা পেশার ক্ষেত্রে গেমিং কে বেঁছে নিচ্ছেন অনেকেই । লাইভ স্ট্রিমিং, মোবা গেমিং সহ আরো নানা উপায়ে চলে এই খেলা। খুব রিসেন্টলি রিলিজ হওয়া কিছু দূর্দান্ত পারর্ফমন্সের গেমিং ল্যাপটপের ঘিরে হবে আমাদের আজকের আলোচনা। বিশেষ করে যারা গেমিং বা এডিটিং এর দিকে ঝুঁকতে চাচ্ছেন, দ্বিধায় আছেন কোনটি কিনবেন, তাদের জন্য আমাদের আজকের এই সমাধান।
আসুসের ROG সিরিজ, লেনোভো এর Legion এবং মাইক্রোসফট এর Surface সিরিজ নিয়ে আজ আমরা কথা বলব। মূল্যমান বিচারে প্রতিটার দাম প্রায় কাছাকাছি রয়েছে, তবে এদের কিছু সুবিধা আর অসুবিধা নিয়ে আমরা বিশদে আলোচনা করব।
Lenovo Legion 5 17ACH6H
গেমিং ল্যাপটপের ক্ষেত্রে সাধারনত রাইজেন সিরিজের প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এর মূল কারণ হল হেভি ডিউটি পালনে সক্ষমতা থাকে এই সিরিজের প্রসেসরগুলোর মধ্যে এছাড়াও আর অন্য মডেলের চাইতে বেশ দীর্ঘস্থায়ী হয়। লেনোভো সিরিজের এই ল্যাপটপে রয়েছে AMD Ryzen 7 5800H Processor। এর সাথে পাবেন 16GB SO-DIMM DDR4-3200 Ram। মজার ব্যাপার হল আপনি চাইলে এই র্যাম আপগ্রেডেড করতে পারবেন।
NVIDIA GeForce RTX 3060 গ্রাফিক্স কার্ড থাকায় গেমিং খেলা হবে স্মুথ। কোন ধরনের হ্যাং বা ল্যাগ করার সম্ভাবনাও বেশ কম। হেভী গেমিং সহ নানা ধরনের কাজ করলে ৬ ঘন্টার মত ব্যাক আপ দেবে এই লেজিওন সিরিজের ল্যাপটপগুলো। প্রায় ২.৬ কেজি ওজনের এই ল্যাপটপের স্ক্রিন ১৭ ইঞ্চি।
1TB SSD M.2 2280 PCIe 3.0×4 NVMe স্টোরেজের এই ডিভাইসে বেশ কিছু পোর্ট আছে। যদিও লেনেভো সিরিজের বদনাম আছে পোর্ট সংখ্যা কম বলে। তবে এই ল্যাপটপটি সেটার সমাধান করে দেওয়া হয়েছে। আর জি বি কিবোর্ড আর ৭২০ পিক্সেলের ক্যামেরা দিয়েছে এক নতুন দিগন্ত। হারমান ডলবি অডিও সিস্টেমের জন্য পাচ্ছেন নয়েজ ফ্রি অডিও। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য এখানে ভিজিট করতে পারেন lenovo legion 5 price in bangladesh
Microsoft Surface Pro 8
Microsoft Surface Pro 8 এই ল্যাপটপটি এই বছরই রিলিজ পেয়েছে । Intel Core i7-1185G7 Quad-Core 3 GHz (11th Gen) প্রসেসর এর এই ল্যাপটপ ২ ইন ১। বিজনেস ডিভাইস হিসেবে পরিচিত হলেও এনিমেশন আর এডিটিং এর কাজে অনায়াসে ব্যবহার করতে পারেন। পুরো ল্যাপটপের প্রায় ১৬ ঘন্টা আর ট্যাব আলাদা ভাবে প্রায় ৯ ঘণ্টা টানা ব্যবহার করতে পারবেন।
13” PixelSense™ Display এর এই ছোট্ট আর সুন্দর ল্যাপটপ টির ওজন মাত্র ৭৭৫ গ্রাম, নিঃসন্দেহে পরিবহন করতে বাড়তি কষ্ট হবে না। এটির অডিও সিস্টেম অসাধারণ। স্পিকার এবং অডিও সিস্টেম বিল্ট ইন আছে সাথে আছে ২টি ইউ এস বি পোর্ট। সব থেকে মজার ব্যাপার হল এতে দুটি ক্যামেরা রয়েছে। একটি ১০ এম পি আর ২য় হল ৫ এম পি। সাধারনত বিজনেস ল্যাপটপে গ্রাফিক্স কার্ড থাকলেও তা গেম খেলার উপযুক্ত না। তবে Intel Iris Xe এই সিরিজের গ্রাফিক্স কার্ড থাকায় কিছু গেম আপনি অনায়াসে খেলতে পারেন। ১৬ জিবি র্যামের এই ট্যাবলেট কাম ল্যাপটপের ২৫৬ জিবি এস এস ডি স্টোরেজ রয়েছে। ট্যাবে ব্যবহারের জন্য পেন প্রয়োজন। তবে পেনটি আলাদা করে আপনাকে কিনতে হবে। এই ল্যাপটপটি এবং মাইক্রোসফট এর অন্যান্য মডেলের দাম সম্পর্কে জানতে এখানে ভিজিট করতে পারেন microsoft surface price in bangladesh
Asus ROG Strix G15 G513QM
গেমিং ল্যাপটপ পরিবারে আসুসের ROG সিরিজ প্রধান বলা যায়। বিউটি এবং বিস্ট দুটো এই গেমিং পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য। AMD Ryzen™ 9 5900HX Processor এর এই অসাধারণ ল্যাপটপটির 16GB DDR4-3200 র্যাম রয়েছ। প্রয়োজন ভেদে র্যাম ৩২ জিবি তেও উন্নীত করতে পাবেন। টানা ১২ ঘন্টা ভিডিও স্ট্রিমিং করতে পারবেন আর ৬ ঘন্টার মত টানা গেম খেলতে পারবেন। NVIDIA® GeForce RTX™ 3060 6GB GDDR6 গ্রাফিক্স কার্ড একদম লেটেস্ট মডেলের ।
15.6-inch FHD (1920 x 1080) ডিস্প্লে এর এই ল্যাপটপের আছে ব্যাক লিট কি বোর্ড। টাচ প্যাড এবং স্পেশাল নাম্বার প্যাড থাকার জন্য কাজ অনেকাংশে আরো বেশি সহজ হয়ে গিয়েছে।স্মার্ট অডিও সিস্টেম, বিল্ট ইন মাইক্রোফোন আর নয়েজ ফ্রি স্পিকারের জন্য আলাদা হেডফোন বা মাইক্রোফোন ছাড়াও সব কাজ সহজেই করে ফেলতে পারবেন। এছাড়া বেশ কিছু ইউ এস বি পোর্ট রয়েছে, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজ অনেক সহজ করে দেবে। অসাধারন এই গেমিং ল্যাপটপে 1TB M.2 NVMe™ PCIe® 3.0 SSD মেমরি স্পেস থাকার কারনে একাধিক গেম খেলা, ভিডিও এবং ফটো এডিটিং, এনিমেশন সহ নানা ধরনের কাজ খুব স্মুথলি করতে সক্ষম হবেন।
তবে সবসময় আমার পরামর্শ থাকবে শুধু ফিচার দেখেই বিবেচনা করবেন অবশ্যই কতটা অর্থযোগ্য সেটাও বিবেচনা করতে। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য এখানে ভিজিট করতে পারেন asus rog strix g15 price in bangladesh
আমার মতামত:
সব দিক বিবেচনার পর বলা চলে কোনোটি ই কোনেটি থেকে কম নয়। কারো দাম একটু কম আবার কারো দাম একটু বেশি হলেও রয়েছে উচ্চ স্পেসিফিকেশন, যদি আপনি একটু বেশি পে করতে সক্ষম হন তবে এবং ভালো পারর্ফমেন্স চান সব দিক থেকে তবে আমি আপনাকে Microsoft Surface Pro 8 এই ডিভাইসটি নেওয়ার পরামর্শ দিবো। এবং আপনার যদি বাজেট কিছুটা কম থাকে এবং ভালো গেমিং পারর্ফমেন্স চান তবে আপনি Asus ROG Strix G15 এই ল্যাপটপটি নিতে পারেন। তবে যদি আমার ব্যাক্তিগত মতামত চান বা আমি এই তিনটি ল্যাপটপের এর মধ্যে কোনটিকে সবচেয়ে এগিয়ে রাখবো তা জানতে চান তাহলে সেটি হবে Lenovo Legion 5, কারন এই ল্যাটপটি আপনাকে ভালো গেমিং এর পাশাপাশি অন্যান্যদিক ও বেশ ভালো সার্পোট দিতে পারবে, এবং ল্যাটপটির মূল্য একবারে মিড পর্যায়ে G15 থেকে কিছূটা বেশি এবং Pro 8 থেকে কিছুটা কম যা খুব ভালো একটা প্রাইসিং। আপনাদের মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ
মন্তব্য করুন