Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 8  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

কেন HP Pavilion 15 মডেলটিকে মিড বাজেট সেগমেন্টে সেরা বলে বিবেচিত করা হয়?

এইচ পি প্যাভেলিয়ন ১৫ বাংলাদেশে প্রচলিত ল্যাপটপের মধ্যে অন্যতম সেরা আর জনপ্রিয়। এর মূল কারন হল দুর্দান্ত পারফরমেন্স, স্লিক ডিজাইন।, তবুও এতে আছে আধুনিক এবং সেরা সব ফিচার, তাই টেক লাভার দের পছন্দের তালিকায় সেরা ৫ এর মধ্যে এটি থাকবে বলে ধারনা করা যায়।

অন্যদিকে ফিচারের বিচার করলে এটি অন্যতম সেরা তবে এই সিরিজের দাম কিছুটা বেশি। প্রসেসর, মেমরি কার্ড, র‍্যাম-রমের পার্থক্যের উপর নির্ভর করে এই দাম নির্ধারন করা হয়েছে। আপনি, ব্যবসায়ী, ডিজাইনার, প্রফেশনাল এডিটর বা এনিমেটর কিংবা ফ্রিল্যান্সার কিংবা ছাত্র যেই হন না কেন, সবাই অনায়াসে এই ডিভাইস ব্যবহার করতে পারবেন।

এইচপি প্যাভেলিয়ন এর ১৪ এবং ১৫ সমানভাবে জনপ্রিয়। সামান্য কিছু পার্থক্য রয়েছে এদের মধ্যে। যেমন ১৪ সিরিজের ডিভাইসগুলোর মধ্যে ফ্লিপ ডিভাইসগুলো বেশি জনপ্রিয়। আমাদের আজকের আলোচনার বিষয় Hp Pavilion 15 । এই সিরিজের সাধারত গেমিং ল্যাপটপ হিসেবে প্রচলিত। এছাড়া এই ল্যাপটপ মডেলটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://mcsolution.com.bd/gaming-laptop/hp-gaming/hp-pavilion-gaming-laptop/

e-HostBD Hosting Service

ফিচারঃ

প্রথমেই আসি Hp Pavilion 15 গেমিং ডিভাইস নিয়ে। কোর আই ৭ এবং এ এম ডি রাইজেন ৭ প্রসেসরের গেমিং ডিভাইস রয়েছে। যারা প্রফেশনাল গেমার এবং ভারী কাজ যেমন এডিটিং-ভিডিও এডিটিং, এনিমেশন তৈরি সহ বেশ কিছু কাজ করতে বেগ পেতে হবে না।

NVIDIA® GeForce® GTX 1650 (4 GB GDDR6 dedicated) গ্রাফিক্স কার্ড আছে, পাবেন 8 GB DDR4-3200 SDRAM এর সাথে ২ বছরের ওয়ারেন্টি। এ এম ডি প্রসেসরসহ ডিভাইসের ওজন প্রায় ২ কেজি এবং ইন্টেল প্রসেসর সহ ডিভাইসের ওজন কিছু বেশি, ২.২৩ কেজির মত।

বাকী সব ফিচার যেমন ইউ এস বি পোর্টস, এইচ ডি এম আই পোর্ট সহ অন্য সকল প্রয়োজনীয় পোর্ট। এছাড়াও হেডফোনের পোর্ট, ব্লুটুথ এবং ওয়াইফাই এর সেরা ড্রাইভার পাবেন সাধ্যের মধ্যে। ডুয়াল স্পিকার এবং অডিও সিস্টেম পাচ্ছেন একই ধরনের। প্রতিটিতেই আছে দুর্দান্ত এক্সপেরিয়েন্স।

এইচ পি laptop এর অন্যতম সেরা ফিচারের মধ্যে একটি হল ৭২০ মেগা পিক্সেলের বিল্ট ইন ক্যামেরা এবং ফুল সাইজ কি-বোর্ড। নিউমেরিক কিপ্যাড সহ এই কিবোর্ড ইউজার ফ্রেন্ডলি বলে সব বয়েসের মানুষ সহজে ব্যবহার করতে পারে।

খুব্ বেশি হেভী কাজ না করলে এটি ৯ ঘন্টার ব্যাক আপ দিতে পারে, অন্যদিকে বেশ কিছু কাজ একসাথে করলে সেটা ৬ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে।

Intel® Iris® Xe Graphics সহ এই দুই মডেলের ডিভাইসের অন্যতম মিল হল দুটৈ প্রায় ১.৭৪ কেজি ওজনের । 3-cell, 41 Wh Li-ion এর ব্যাটারি আপনাকে প্রায় ৭ ঘন্টার মত ব্যাটারি ব্যাক আপ দিতে পারে।

এছাড়া, ইউ এস বি পোর্ট, হেডফোনের পোর্ট, চার্জিং পোর্ট সহ সকল পোর্ট পাবেন আপডেতেড ড্রাইভার সহ। এইচ পি এর সাধারন সকল সুবিধা যেমন ডুয়াল স্পিকার, ৭২০ মেগা পিক্সেলের ক্যামেরা, মাইক্রোফোন, ফুল সাইজ কিবোর্ড পাচ্ছেন।

দামঃ

ইন্টেল বা রাইজেন প্রসেসরসহ এইচ পি প্যাভেলিয়ন ডিভাইস ১৫ এর একদম প্রথম ডিভাইসের দাম পড়বে ৭৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,১৫০০০ টাকার মধ্যে । ট্যাক্স, শিপিং কস্ট, ডলার রেট, প্রাপ্তি, পার্টসের দাম, প্রসেসর এবং র‍্যাম- মেমরি এর কারনে সামান্য তারতম্য হতে পারে।

উন্নমানের পার্টস এবং অত্যাধুনিক ফিচার থাকা সত্ত্বেও এইচ পি প্যাভেলিয়ন ১৫ এর দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে। HP Pavilion 15 eg1678tu Intel Core i5-1155G7 এর দাম প্রায় ৭৭ হাজার টাকা। HP Pavilion 15-Eg200 15.6 inch FHD Laptop এর দাম আবার পড়বে ১ লাখ ১৬ হাজার টাকার মত।

এইচ পি ডিভাইসগুলোর জনপ্রিয়তার অন্যতম কারণ হল, এটি সহজে কোন বাগস বা হ্যাং করে না। এছাড়াও ব্যাটারি ব্যাক আপ বেশ ভালো এবং আবার যে কোন ত্রুটির জন্য ভেরিফাইড শপ থেকে আফটার সেলস সার্ভিস পেতে পারেন।

কেনার সময় অবশ্যই অথরাইজড দোকান থেকে কিনবেন এবং নিজের ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন, ১ বছর বা ২ বছরের ওয়ারেন্টি পাবেন। টেকনিক্যাল ফল্ট এর সার্ভিস পাবেন, তবে পুরোপুরি ড্যামেজ হয়ে গেলে এ ধরনের সার্ভিস পাবেন না, তখন বাড়তি টাকা গুনতে হতে পারে। গেমিং ডিভাইসের তুলনায় ওজন ও মোটামুটি সহনীয় পর্যায়ে থাকার দরুন, বহন করা সম্ভব।

বাজারে প্রচলিত যত আধুনিক এবং উন্নত মানের ডিভাইস রয়েছে, এর মধ্যে এইচ পি এর ল্যাপটপ এবং ডেস্কটপ বেশ এগিয়ে রয়েছে। কেবল প্যাভেলিয়ন নয় , এলিট, ওমেন, এন ভিসহ বেশ কিছু দুর্দান্ত মডেল রয়েছে। দাম বিবেচনা করলে এই বাজেটে এর বিকল্প পাওয়াটা সম্ভব না বলেই চলে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন