ডুয়েল সিমের মাইক্রোম্যাক্স A093 Canvas Fire ৪-৫ মাস হল বাজারে এসেছে। স্মার্টফোনটি দেখতে আকর্ষণীয়। আশা করি সেটের ডিজাইন সবারই ভাল লাগবে। স্মার্টফোনটি টুজি ও থ্রিজি সাপোর্ট করে। আছে ডুয়েল ষ্ট্যান্ডবাই সুবিধা। ৪ ইঞ্চির ডিসপ্লেতে সাপোর্ট করে ফুল হাইডেফিনেশন (এইচডি) ভিডিও। এমপিথ্রি, এএসি, ডব্লিউএমএ, ওয়েভ ফরম্যানের অডিও গানের পাশাপাশি এমপিফোর, এইচ২৬৪ ফরম্যাটের ভিডিও চালানো যাবে সেটটিতে।
ভিডিও করার জন্য আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যাতে জিও ট্যাগিং, পানোরামা, এইচ ডি আর এর সুবিধা পাবেন। আরো আছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। এলআই-আইওএন ১৭৫০এমএএইচের ব্যাটারি নিশ্চিৎ করবে দীর্ঘ ব্যাটারি লাইফ। আছে রেডিও শোনার সুবিধাও।(মাইক্রোম্যাক্সের অন্যন্য স্মার্নফোনের দাম দেখতে ক্লিক করুন : micromax price list।)
অ্যান্ড্রোয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম স্বয়ংক্রীয়ভাবে দেয়া আছে। কোয়াড কোর ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫১২ মেগাবাইট র্যামের পাশাপাশি আছে চার গিগাবাইট অভ্যান্তরিণ মেমোরি যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ওয়াই-ফাই বা তারহীণ ইন্টারনেট ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে স্মার্টফোনটিতে।
সেটটির ব্লুটুথ সংস্করণ দেয়া আছে ৪.০ যা এটুডিপি সুবিধা দিতে সক্ষম। এছাড়া ইউএসবি ২.০-এর সঙ্গে আছে ইউএসবি অন-দ্যা-গো (ওটিজি) সুবিধা। স্মার্টফোনটির দাম ৭৫০০ টাকা। কম দামের মধ্যে স্মার্ট ফোনটি বেশ ভাল। মোবাইল ফোনটির বিল্ট ইন কোয়ালিটি বেশ সুন্দর। স্মার্টফোনটির মূল্য অনুযায়ী সেটটি বেশ আকর্ষণীয়।
আশা করি এই আর্টিকেলের ম্যাধ্যমে মাইক্রোম্যাক্স A093 Canvas Fire সম্পর্কে কিছু ধারনা পেলেন।ধন্যবাদ।
মন্তব্য করুন