আসসালামু আলাইকুম,
এ এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।
আমরা যখন ফোন কেনার কথা চিন্তা তখন কয়েক বার ভাবি যে কি ফোন কেনা যাই, সেই দিক দিয়ে শাওমি মি এ২ কনফিগারেশন ও দাম দেখে আমার ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আজ শাওমি মি এ২ কনফিগারেশন দেখাব
তবে চলুন দেখে আসি নতুন শাওমি মি এ২ কি থাকছে।
ডিসপ্লে
৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন ২১৬০*১০৮০ এবং Corning Gorilla Glass 5 ডিসপ্লে
ক্যামেরা
প্রইমারি ক্যামেরা ১২ ও ২০ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা ২০ এপি
এন্ড্রেড ভার্সন ৮, ১.০ অরিও,
Octa-core 1.8 GHz প্রসেসর
মেমরি ০০ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
যাম ৪জিবি
রোম ৬৪ জিবি
ব্যাটারি
৩০০০ এম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোন টিতে
নেট
২জি, ৩জি, ৪জি
কালার
Gold, Black
দাম ২৩, ৯৯০/- টাকা
মন্তব্য করুন