Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Primo E9 Hands On Review

সুপ্রিয় পাঠক বৃন্দ, কেমন আছেন সবাই, নিশ্চয়-ই ভালো।

আবারো আসলাম আপনাদের মাঝে ওয়ালটনের আরো একটি নতুন স্মার্টফোনের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ ওয়ালটন প্রিমো ই৯ নিয়ে।

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোন-টিতে রয়েছে ৪.৫” ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৫ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা, ৮ জিবি ইন্টারনাল মেমোরী সহ আরো অনেক কিছু। চলুন বিলম্ব না করে শুরু করে দেই প্রিমো ই৯ এর বিস্তারিত হ্যান্ডস অন রিভিউ।

e-HostBD Hosting Service

আউট অব দ্য বক্স:

  • প্রিমো ই৯ হ্যান্ডসেট
  • ইউ.এস.বি কেবল
  • চার্যার অ্যাডাপটার
  • ইয়ারফোন
  • ডিসপ্লে প্রোটেক্টর (এ্যাটাচড)
  • ওয়্যারেন্টি কার্ড
  • সেইফটি ইন্সট্রাকশন

একনজরে প্রিমো ই৯

  • ৩জি সাপোর্টেড
  • ৪.৫ ইঞ্চি এফ.ডব্লিউ ভি.জি.এ ডিসপ্লে
  • এ্যন্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
  • ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম
  • রিয়ারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ফ্রন্ট প্যানেলে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা
  • ১৭০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

ডিসপ্লে এবং টাচ

প্রিমো ই৯ এ রয়েছে ৪.৫” ইঞ্চি  এফ ডব্লিউ ভি.জি.এ ডিসপ্লে। ডিসপ্লে ভিজিবিলিটি মোটামুটি পর্যায়ের, তবে দাম হিসেবে ঠিক আছে। টাচ বেশ ভালো এবং রেছপঞ্ছিভ।

ইউজার ইন্টারফেস

প্রিমো ই৯ এ রয়েছে এ্যন্ড্রয়েড ৮.১.০ অপারেটিং সিস্টেম। ইউজার ইন্টারফেস বেশ কিছুটা অপটিমাইজড করা হয়েছে স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেসের আদলে।

আউটলুক

প্রিমো ই৯ এর ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরার পাশে প্রক্মিমিটি সেন্সরও রয়েছে।

ডিভাইসটির ডান পাশে রয়েছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন পাশাপাশি।

ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিয় পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে। ডিভাইসটির প্রস্থ্য ৬৬ মিলিমিটার, দৈর্ঘ্য ১৩১.৮ মিলিমিটার আর ডিভাইসটির পুরুত্ব মাত্র ৮.৮ মিলিমিটার। ব্যাটারি সহ এই ডিভাইসটির ওজন ১৩৭ গ্রাম মাত্র।

র‌্যাম এবং রম

ডিভাইসটিতে রয়েছে ১ জিবি র‌্যাম। এছাড়া ইন্টারনাল মেমোরী রয়েছে ৮ জিবি যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবো।

সি.পি.ইউ এবং জি.পি.ইউ

প্রিমো ই৯ এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।।

গেমিং

প্রিমো ই৯ মূলত এ্যন্ট্রি লেভেলের স্মার্টফোন। ভারি কোন গেম খেলা না গেলেও এসফাল্ট নাইট্রো, ৮, ফিফা ১৪  গেমস গুলো স্মুদলি খেলতে পেরেছি।

ক্যামেরা

ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে ৫মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় এল.ই.ডি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে।  রিয়্যার ক্যামেরা দিয়ে এইচ.ডি ভিডিও রেকর্ডিং করা যায়।সেলফি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

ক্যামেরা ইউজার ইন্টারফেস নিম্নরুপ:

কানেক্টিভিটি

৩জি সাপোর্টেড প্রিমো ই৯ এ ২জিও সাপোর্ট করে। এছাড়া ডিভাইসটিতে ওয়াইফাই, ব্লুটূথ ভার্সন ৪, এবং ডব্লিউ ল্যান হটস্পট সুবিধা রয়েছে।

মাল্টিমিডিয়া

এইচ.ডি ভিডিও রেকর্ডিং+প্লে-ব্যাক, রেকর্ডিং সহ এফ.এম রেডিও সুবিধা পাবেন প্রিমো ই৯ ডিভাইসে।

বেঞ্চমার্ক

প্রিমো ই৯ এর বেঞ্চমার্ক স্কোর দাম হিসেবে কিন্তু বেশ ভালই। স্কোর গুলো দেখলেই বুঝতে পারবেন।

ব্যাটারি

প্রিমো ই৯ এ ব্যবহার করা হয়েছে ১৭০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি।

মূল্য:

প্রিমো ই৯ এর বাজার মূল্য রাখা হয়েছে ৩৮৯৯ টাক।

মন্তব্য:

৩৮৯৯ টাকার ডিভাইসটিতে ওয়ালটন অনেক কিছুই অফার করছে আপনাকে। বর্তমানে ৪০০০ টাকার স্মার্টফোনে এত কিছু পাবেন না গ্যারান্টি দিতে পারি।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন