

সুপ্রিয় পাঠকবৃন্দ,কেমন আছেন সবাই,নিশ্চয়-ইভালো।
আবারো আসলাম আপনাদের মাঝে ওয়ালটনের আরোএকটি নতুন স্মার্টফোনের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ ওয়ালটন প্রিমোজি.৮ আই.
৬,৩৯৯ টাকা মূল্যের এন্ট্রি লেভেলের এই স্মার্ট ফোন-টিতেরয়েছে৫.৩৪” ডিসপ্লে, ২ জিবি র্যাম, ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা, ১৬ জিবি ইন্টারনাল মেমোরী সহ আরো অনেক কিছু। চলুন বিলম্ব না করেশুরু করে দেই ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বিস্তারিত হ্যান্ডস অন রিভিউ।
আউট অব দ্য বক্স:
- ওয়ালটন প্রিমো জি.৮ আই হ্যান্ডসেট
- ইউ.এস.বি কেবল
- চার্যার অ্যাডাপটার
- ইয়ারফোন
- ডিসপ্লে প্রোটেক্টর (এ্যাটাচড)
- ওয়্যারেন্টি কার্ড
- সেইফটি ইন্সট্রাকশন
- ব্যাক কভার


এক নজরে ওয়ালটন প্রিমো জি.৮ আই
- ৩জি সাপোর্টেড
- ৫.৩৪” ইঞ্চি এফ.ডব্লিউ ভি.জি.এ আ.পি.এস ডিসপ্লে
- এ্যন্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
- ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ২ জিবি র্যাম, ১৬ জিবি রম
- রিয়ারে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
- ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ২২৫০ এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
ডিসপ্লে এবং টাচ
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ রয়েছে ৫.৩৪” ইঞ্চি এফ.ডব্লিউ.ভি.জি.এ আই.পি.এস ডিসপ্লে। ডিসপ্লের ভিজিবিলিটি বেশ ভালো এবং এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে ঠিক লেগেছে আমার কাছে। টাচ বেশ ভালো এবং রেছপঞ্ছিভ।


ইউজার ইন্টারফেস
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ রয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেম। ইউজার ইন্টারফেস অপটিমাইজড করা হয়েছে স্টকএ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেসের আদলে।


আউটলুক
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরার পাশে রয়েছে প্রক্মিমিটি সেন্সর। ডিভাইসটির ডান পাশে রয়েছে ভলিউম রকার্সএবংপাওয়ার বাটন পাশাপাশি। পেছনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা। ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং৩.৫ মিলিমিটার অডিয় পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।


ডিভাইসটির প্রস্থ্য ৭০.৬ মিলিমিটার, দৈর্ঘ্য ১৪৪.৫ মিলিমিটার আর ডিভাইসটির পুরুত্ব মাত্র ৯.৫ মিলিমিটার। ব্যাটারি সহ এই ডিভাইসটির ওজন ১৬০ গ্রাম মাত্র। তবে ডিভাইসটি তুলনামুলক একটু পুরু বেশি।


র্যাম এবং রম:
ডিভাইসটি-তে রয়েছে ২ জিবি র্যাম। এছাড়া ইন্টারনাল মেমোরী রয়েছে ১৬ জিবি যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবো।
সি.পি.ইউ এবং জি.পি.ইউ
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি টি৮২০ জি.পি.ইউ।


গেমিং
ওয়ালটন প্রিমো জি.৮ আই মূলত এ্যন্ট্রি লেভেলের স্মার্টফোন। ভারি কোন গেম খেলা না গেলেও এসফাল্ট নাইট্রো, ৮, ফিফা ১৪ গেমস গুলোস্মুদলি খেলতেপেরেছি।
বেঞ্চমার্ক
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বেঞ্চমার্ক স্কোর কিন্তু দাম অনুযায়ী বেশ ভালো।


ক্যামেরা
ডিভাইসটির রিয়ার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় এল.ই.ডি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। রিয়্যার ক্যামেরা দিয়ে এইচ.ডি ভিডিও রেকর্ডিং করা যায়।


এছাড়া ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য।


ক্যামেরা ইউজার ইন্টারফেস নিম্নরূপ:


কানেক্টিভিটি
৩জি সাপোর্টেড ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ওয়াই-ফাই, ব্লুটূথ ভার্সন ৪, এবং ডব্লিউ ল্যান হটস্পট সুবিধা রয়েছে।
মাল্টিমিডিয়া
এইচ.ডি ভিডিও রেকর্ডিং+প্লে-ব্যাক, রেকর্ডিং সহএফ.এম রেডিও সুবিধা পাবেন ওয়ালটন প্রিমো জি.৮ আই ডিভাইসে।
ব্যাটারি
ওয়ালটন প্রিমো জি.৮ আই এ ব্যবহার করা হয়েছে ২২৫০মিলিএ্যম্পিয়ার ব্যাটারি।
মূল্য:
ওয়ালটন প্রিমো জি.৮ আই এর বাজার মূল্য রাখা হয়েছে ৬৩৯৯টাক।
মন্তব্য:
৬৩৯৯টাকার ডিভাইসটিতে ওয়ালটন অনেক কিছুই অফার করছে আপনাকে। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এই দামে এর থেকে ভালো কিছু মার্কেটে পাবেন না, গ্যারান্টি দিতে পারি।
মন্তব্য করুন