Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Walton Primo H8 Hands On Review

 

 গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ালটন রিলিজ করে বাজেট কিলার স্মার্টফোন প্রিমো এইচ৮, যা ফ্ল্যাশ সেল করার সময় কিছু সময়ের মধ্যেই স্টক শেষ হয়ে যায়। কি আছে স্মার্টফোন-টিতে যার কারণে ইউজারদের উপচে পড়া ভীর এই স্মার্টফোনটির জন্য?

e-HostBD Hosting Service

৩ জিবি র‌্যাম সমৃদ্ধ এই স্মার্টফোনে রিয়ার প্যানেলে রয়েছে সনির সেন্সর যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা, আর সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে আরো রয়েছে ৫.৪৫ ইঞ্চি ফুল এইচ.ডি ১৮:৯ আসপেক্ট রেসিও যুক্ত আই.পি.এস ডিসপ্লে। সাথে আরো রয়েছে ৩,২০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা।

এক নজরে প্রিমো এইচ৮:

  • ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট
  • ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি ১৮:৯ রেসিও আইপিএস ডিসপ্লে
  • ২.৫ ডি কার্ভড গ্লাস
  • এ্যন্ড্রয়েড ৮.১ অরিও
  • ১.২৮ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি রম
  • ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার সনি ক্যামেরা সাথে এলিডি ফ্ল্যাশ
  • ৮ মেগাপিক্সেল অমনিভিশন সেলফি ক্যামেরা
  • ফেস আলনক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩২০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি

বক্সের মধ্যে যা যা থাকছে

  • প্রিমো এইচ৮ হ্যান্ডসেট
  • চার্যার অ্যাডাপটার
  • ইউ.এস.বি কেবল
  • ইয়ার ফোন
  • ট্রান্সপারেন্ট ব্যাক কভার
  • ওয়ারেন্টি কার্ড
  • সেফটি ইন্সট্রাকশন

ইউজার ইন্টারফেস

প্রিমো এইচ৮ এ অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এ্যন্ড্রয়েড ৮.১ অরিও। স্মার্টফোনটির  ইউজার ইন্টারফেস সিম্পল এবং ফ্রেন্ডলি। শুধু তাই নয়, গুগলের স্টক ইউজার ইন্টারফেজ ইউজ করা হয়েছে ডিভাইসটিতে।

ডিজাইন

প্রিমো এইচ৮ ডিভাইসটি এক্সেপশনাল প্লাষ্টিক মেইড। কারণ ডিভাইসটি হাতে নিয়ে এক্সপিরিয়েন্স না করলে বোঝার উপায় নাই এটা প্লাষ্টিক মেইড। ডিভাইস তিনটি কালারে বাজারে পাওয়া যাবে: রোজ গোল্ড, টুইলাইট ব্লু এবং মিডনাইট ব্লু। ওজনে হালকা ও ইউজার ফ্রেন্ডলি গ্রিপ হওয়ায় সহজেই ডিভাইসটি এক হাতে অপারেট করা যা‍য়। ডিভাইসটির লোয়ার প্যানেলে  রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট । বাম পাশে রয়েছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। ব্যাটারি সহ ডিভাইসটির ওজন ১৮০ গ্রাম এবং এর প্রস্থ ৭১ মিমি. উচ্চতা ১৪৮.৭ মিমি. ও পুরুত্ত ৮.৪ মিমি.

ডিসপ্লে

প্রিমো এইচ৮ ডিভাইসটিতে রয়েছে ২.৫ডি কার্ভড ৫.৪৫ ইঞ্চি  ১৮:৯ রেশিও ফুল ভিউ এইচ ডি আইপিএস ডিসপ্লে। ডিভাইসটির স্ক্রীন ডেনসিটি ২৯৫ ডিপিআই। ডিভাইসটি ১০ ফিংগার মাল্টিটাচ সাপোর্টেড।

হার্ডওয়্যার

প্রিমো এইচ৮ এর স্পেসিফিকেশন দাম অনুযায়ী এই বাজেটে বেষ্ট। ১.২৮ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর থ্রী র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল রম রয়েছে ডিভাইসটিতে। এছাড়া গেমিং এবং গ্রাফিক্স প্রোসেসিং এর জন্য রয়েছে power VR Rogue GE8100 জিপিউ।

বেঞ্চমার্ক

ওটিজি সুবিধাঃ

প্রিমো এইচ৮ ডিভাইসটিতে ওটিজি সাপোর্টেড। ইউএসবি পেনড্রাইভ, মাউস কীবোর্ড সহজেই কানেক্ট করা যাবে ও.টি.জি ক্যাবলের মাধ্যমে।

ক্যামেরা

ডিভাইসটির ব্যাক প্যানেলে রয়েছে সনি সেন্সর যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলেও পাবেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা।ক্যামেরার ফিচার গুলোর মধ্যে রয়েছে: নরমাল মোড, প্রফেশনাল মোড, ফেস বিউটি, স্ক্রীন মোড, অডিও পিকচার ও কিউআর কোড স্ক্যানার। ডিভাইসটির এই ক্যামেরা ৭২০ পিক্সেলে এইচডি ভিডিও রেকর্ড করতে পারে এ ছারাও টাইম ল্যাপস ফিচার অ্যাড করা হয়েছে।

ক্যামেরা ইউ আই

মাল্টিমিডিয়া

প্রিমো এইচ৮ ডিভাইসটিতে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক করার পাশাপাশি এফ এম রেডিও শুনতে এবং একই সাথে রেকর্ড করতে পারবেন।

ব্যাটারি

প্রিমো এইচ৮ ডিভাইসটিতে রয়েছে ৩২০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

সিকিউরিটি

প্রিমো এইচ৮ এ রয়েছে সিকিউর ফেস আনলাক যা ০.৩ সেকেন্ডে ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারে।

এ ছারাও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের রেসপন্স যথেষ্ট ফাস্ট ছিলো। ০.১ সেকেন্ড অথ্যৎ চোখের পলকেই এটি কাজ করে।

বর্তমান বাজারে ৮ হাজার টাকার মধ্যে প্রিমো এইচ৮ এর ন্যায় স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন পাবেন-না এটা গ্যারান্টি দিতে পারি। ৮ হাজার টাকায় ৩ জিবি র‌্যাম যুক্ত স্মার্টফোন, ভাবা যায়!! 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন