Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Walton Primo G8i 4G হ্যান্ডস অন রিভিউ

নিত্য নতুন স্মার্টফোন বাজারজাত করনে ওয়ালটন এর জুড়ি মেলা ভার। ফ্ল্যাগ শিপ ডিভাইস থেকে মিড রেঞ্জ এবং লো-বাজেট স্মার্টফোনের কথা ভাবলে ওয়ালটন এখনও বাজারে অপ্রতিদ্বন্দী। এইতো কিছুদিন আগেই ওয়ালটন বাজারে আনে ওয়ালটন প্রিমো জি৮আই ডিভাইসটি। আর এই ডিভাইসটির সাফল্যের ধারা অব্যাহত রাখতেই ওয়ালটন আবারো রিলিজ করলো প্রিমো জি৮ আই এর ৪জি ভার্সন প্রিমো জি৮ আই ৪জি। প্রিমো জি৮ আই ৪জি স্মার্টফোন-টিতে থাকছেঃ

  • এন্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন
  • ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম (৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি)
  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২২৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

আনবক্সিং

  • প্রিমো জি৮ আই ৪জি ডিভাইস
  • চার্জার এডাপ্টার
  • একটি (২.০) ইউএসবি কেবল
  • একটি ইয়ারফোন
  • প্রোটেকশন পেপার
  • ওয়্যারেন্টি কার্ড এবং সেফটি ইন্সট্রাকশন
  • ব্যাক কভার।
  •  

ডিজাইন

প্রিমো জি৮ আই এর ডিজাইনের সাথে মিল রেখেই বাজারে ছাড়া হয়েছে প্রিমো জি৮ আই ৪জি স্মার্টফোন-টি। তবে এবার আগের দুই কালারের পাশাপাশি আরো দুইটি কালার এ্যড হয়েছে, কালার দুটো হলো ডিপ ব্লু এবং গোল্ডেন।

e-HostBD Hosting Service

ডিসপ্লের উপরের অংশে রয়েছে সেলফি ক্যামেরা এবং প্রক্মিমিটি সেন্সর। এছাড়া ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসটির ডান পাশে। ৩.৫ মিলি মিটার অডিও পোর্ট এবং চার্জিং পোর্ট রয়েছে উপরের দিকে। ব্যাক পার্টে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ক্যামেরা। ব্যাক পার্ট-টি বেশ কার্ভ এবং হ্যান্ডফিল বেশ প্রিমিয়াম।

ডিসপ্লে

৫.৩৪” ফুল ভিউ আই,পি এস ডিসপ্লে-টি ১৮:৯ রেশিও সাপোর্ট করে। ডিসপ্লেতে ২.৫ডি কার্ভড গ্লাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুল্যুশন হলো ৪৮০*৯৬০ পিক্সেল।

হার্ডওয়্যার

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ডিডিআর৩  ২ জিবি র‌্যাম। ডিভাইসটিতে রম রয়েছে ১৬ জিবি। চাইলে ৬৪ জিবি পর্যন্ত ইন্টার্নাল মেমোরী ইউজ করা যাবে।

বেঞ্চমার্ক

অপারেটিং সিস্টেম

প্রিমো জি৮ আই ৪জি ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে স্টক এন্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন ইউজ করা হয়েছে।

ইউজার ইন্টারফেস

ক্যামেরা

ডিভাইসটির রিয়ার প্যানেলে আছে অটো ফোকাস ৮ মেগাপিক্সেল বি.এস.আই সেন্সর যুক্ত ক্যামেরা এবং শক্তিশালী ফ্ল্যাশ লাইট।

এছাড়া সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় বোকেহ ইফেক্ট এর ব্যবহার আমার খুভ ভালো লেগেছে।

ক্যামেরা ইউ.আই

প্রিমো জি৮আই V/S প্রিমো জি৮ আই ৪জি

প্রিমো জি৮ আই প্রিমো জি৮ আই ৪জি
১.৩ গিগাহার্টজ প্রোসেসর ১.৪ গিগাহার্টজ প্রোসেসর
মূল্য: ৬৩৯৯ টাকা মূল্য: ৬৭৯৯ টাকা

 

প্রিমো জি৮আই ৪জি ডিভাইসটি কেনার সাথে সাথে পাওয়া যাবে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।  তাছাড়াও ফোনের জন্য বছরের, ব্যাটারির মাস, অ্যাডাপ্টারের মাস এবং ইউএসবি কেবলের মাস সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই। এছাড়াও কেনার পর ১০১ দিন পর্যন্ত এতে মাইনোরিটি সার্ভিস গ্যারান্টি পাওয়া যাবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন