গ্যালাক্সি এস২১ আল্ট্রাতে এস পেন সাপোর্ট আনার পর নোট সিরিজের আর কোনো সংস্করণ উন্মোচন করেনি স্যামসাং। তবে পরবর্তী ইভেন্টে প্রতিক্ষায় থাকা গ্রাহকদের আশা পূরণ করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। উন্মোচিত হতে পারে এস সিরিজের নতুন গ্যালাক্সি ডিভাইস। খবর এনগ্যাজেট।
স্যামসাং যদিও সঠিক তারিখ প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি ৮ তারিখে উন্মোচন অনুষ্ঠান হতে পারে। প্রেসিডেন্ট টিএম রোহ এর লেখা ব্লগ পোস্ট থেকে তেমনটাই বোঝা যাচ্ছে। স্যামসাংয়ের পক্ষ থেকে একটি টিজারও প্রকাশ করা হয়েছে।
ব্লগ পোস্টে বলা হয়, “গত বছর স্যামসাং যখন নতুন গ্যালাক্সি নোট উন্মোচন করেনি তখন আপনারা কতোটা বিষ্মিত হয়েছিলেন আমরা সেটি জানি। চলতি বছরের ফেব্রুয়ারির আনপ্যাকড অনুষ্ঠানে আমরা আমাদের সবচেয়ে দারুন উদ্ভাবিত এস সিরিজের ডিভাইস উন্মোচন করবো”। এবছর গ্যালাক্সি এস২২ সিরিজ উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পোস্টের শেষে তিনি ‘আল্টিমেট আল্ট্রা’ অভিজ্ঞতার কথা বলেছেন। ফলে আগের বছরের মতোই নতুন ডিভাইস আল্ট্রা মডেলে সীমাবদ্ধ থাকতে পারে।
মন্তব্য করুন