Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

রিয়েলমি জিটি নিও ৩ঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

রিয়েলমি মোবাইলের জিটি সিরিজের ফোনগুলো খুব জনপ্রিয়। এবার নতুন করে জিটি সিরিজের নিয়ে এলো রিয়েলমি জিটি নিও ৩। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হয়েছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
রিয়েলমি জিটি নিও ৩ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪১২ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। কর্ণিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৩X৭৫.৬X৮.২ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৮ গ্রাম।

e-HostBD Hosting Service

হার্ডওয়্যার:
রিয়েলমি জিটি নিও ৩ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে মালি জি ১০ এম সি ৬। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬/৮/১২ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। রিয়েলমি জিটি নিও ৩ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮০/১০০ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ
রিয়েলমি জিটি নিও ৩ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/৫৮০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে টাইমলেপস, পোরট্রেইট, বিউটি এবং এ আই ক্যামেরা এর সুবিধা।

মূল্যঃ
রিয়েলমি জিটি নিও৩ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২৭,১৬৫ টাকা। শুধুমাত্র নীল রং এ পাওয়া যাবে ফোনটি।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন