Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এক চার্জে দুই দিন চলবে সিম্ফনি জেড৪২

শনিবার আনুষ্ঠানিক ভাবে সিম্ফনির নতুন স্মার্টফোন জেড৪ উন্মোচন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার থেকেই ফোনটি পাওয়া যাচ্ছে দেশজুড়ে। হানিডিউ গ্রিন এবং ব্ল্যাক কালারে সিম্ফনি জেড৪২ পাওয়া যাচ্ছে বান্ডেল অফারসহ ৯ হাজার ৫৯৯ টাকায়। সাধারণ ব্যবহারে সিম্ফনির এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে টানা দুই দিন পর্যন্ত। গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেকের প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপের তকমা।

সিম্ফনি জেড৪২ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রোয়েড ১১ দশমিক ০। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬ দশমিক ৫২ ইঞ্চি ২ দশমিক ৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে, যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০ পিক্সেল।

১ দশমিক ৮ গিগাহার্জের ১২ ন্যানোমিটারের মিডিয়াটেকের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০-এর সঙ্গে আছে তিন জিবি ডিডিআর-৪ র‍্যাম এবং ৩২জিবি রম, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩০০, যার স্পিড ৫৫০ মেগাহার্জের ফলে মিড রেঞ্জের গেমগুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।

e-HostBD Hosting Service

স্মার্টফোনটির ব্যাকসাইডে আছে এআই অ্যানাবল্ড ট্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার ১ দশমিক ৮৫ সঙ্গে ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের আল্ট্রা এআই সেন্সর। এছাড়াও ব্যাক সাইডে রয়েছে ইউএচডি ফিচার মোড, যার মাধ্যমে ৫২ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে আর ফ্রন্টে থাকছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপাচার ২ দশমিক ০। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা দিয়েই পোট্রেইট মোডে ছবি তোলা যাবে জেড৪২ দিয়ে।

ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো– এআই, নাইট মোড, র-মোড, ম্যাক্রো, জিও ট্যাগিং, ওয়াটারমার্ক, ইনসাইট গুগল লেন্স, জিআইএফ, বার্স্ট, প্যানারোমা ইত্যাদি। স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে, যেমন– জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

দাম এবং সুবিধা বেবচনায় স্মার্টফোনটি সিম্ফনি ব্র্যান্ড ইমেজকে ঈদ আনন্দের আবহে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন