Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

মটোরোলা আনলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

ঈদ উপলক্ষে মটোরোলা বাজারে আনছে বিশেষ ক্যামেরা ফোন মটোরোলা জি৩১। ইকমার্স প্লাটফর্ম দারাজ ও অনলাইন শপ সেলেক্সট্রায় বুধবার রাত ৯টায় ফোনটির বিক্রি শুরু হবে। উন্মোচনের পর থেকে সাত দিন পর্যন্ত ক্রেতা ছাড়ে ফোনটি কিনতে পারবেন।

বেবি ব্লু এবং মিনারেল গ্রে দুটি কালারে দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে মটোরোলা জি৩১ ফোন। এর একটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম। ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

তবে উন্মোচনের পর প্রথম সাত দিন অফার মূল্য থাকবে ১৬ হাজার ৯৯৯ টাকা।

e-HostBD Hosting Service

অন্যা ভ্যারিয়েন্ট ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটির অফার মূল্য ১৯ হাজার ৬৯৯ টাকা।

ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ফাংশন ক্যামেরা। আর সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহারের কারণে এটি যেকোনো ধরনের আলোতে ভালো কাজ করবে। ডিসপ্লেতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। আর রয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি।

রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ আলট্রা রেসপনসিভ প্রসেসর। প্রসেসরটিতে হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তি ব্যবহারের কারণে মুভি, চ্যাটিং বা ছবি তোলার সময় বিশেষ পারফরমেন্স পাওয়া যাবে।

এ ছাড়া নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে থিঙ্কশিল্ড। বিশেষ এই প্রযুক্তি ম্যালওয়ার, ফিজিং এবং যেকোনো আক্রমণের হাত থেকে ফোনের তথ্যকে সুরক্ষিত রাখবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন