Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

গুগল পিক্সেলের নতুন সংযোজন করা হল গুগল পিক্সেল ৬এস

 

বর্তমান সময়ের সবথেকে বেশি আলোচিত ফোন হল গুগল পিক্সেল। এবার গুগল পিক্সেলের নতুন ফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হল গুগল পিক্সেল ৬ এস মোবাইল। আজকে আমরা আলোচনা করব এই ফোনটি নিয়ে। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির।

e-HostBD Hosting Service

চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
গুগল পিক্সেল ৬ এস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি, এফ এইচ ডি+ ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া কর্নিং গরিলা গ্লাস ৩ এর নিরাপত্তা।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৫২.২X৭১.৮X৮.৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৭৮ গ্রাম।

হার্ডওয়্যার:
গুগল পিক্সেল ৬ এস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে গুগল টেনসর অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে মালি জি ৭৮ এম পি ২০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। গুগল পিক্সেল ৬ এস মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৪,৩০৬ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ
গুগল পিক্সেল ৬ এস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১২.২ মেগাপিক্সেলের এবং অপরটি হবে ১২ মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে অটো- এইচ ডি আর, প্যানোরামা, গাইরো-ই আই এস এবং ও আই এস এর সুবিধা।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন