Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

পোকো দিচ্ছে স্বল্প বাজেটের ফোনে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি

পোকো মোবাইল নতুন করে সংযোজন করছে পোকো সি ৪০। এই মোবাইলটি হতে চলেছে স্বল্প বাজেটের এবং এর সাথে দেওয়া হয়েছে অত্যাধুনিক ফিচার। আজকে আমরা আলোচনা করব এই ফোনটি নিয়ে। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
পোকো সি৪০ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭১ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬৫০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৬৮। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬০ হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব ফাস্ট কাজ করবে। কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৯.৫৯X৭৬.৫৬X৯.১৮ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২০৪ গ্রাম।

e-HostBD Hosting Service

হার্ডওয়্যারঃ
পোকো সি ৪০ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে জে এল কিউ জে আর ৫১০ অক্টাকোর প্রসেসর যার। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫২। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি যার সাথে দেওয়া হয়েছে ৩/৪ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৪জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। পোকো সি ৪০ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর এবং ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি। মূল্য অনুযায়ী ফোনটির হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ
পোকো সি ৪০ তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। উভয় ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা এবং পোরট্রেইট এর সুবিধা।

মূল্যঃ
পোকো সি ৪০ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১০,৬৮০ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার ভালই দেওয়া হয়েছে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন