Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

শাওমি রেডমি নোট ১০ প্রো: মিডরেঞ্জের সেরা ফোন

ইতোমধ্যে বাজারে এসেছে শাওমি রেডমি নোট ১০ প্রো। ফোনটিকে বলা হয়, অ্যান্ড্রয়েডের মধ্যে সেরা বাজেট ফোন। তাইতো বাজারে আসার পর থেকে রেডমি ভক্তদের নজর কেড়েছে ফোনটি। রেডমি নোট ১০ প্রো ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের চারটি রিয়্যার ক্যামেরা, ৬.৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট, স্টেরিও স্পিকারস, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফার্স্ট চার্জার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট। যেকোন পর্যায়ের ব্যবহারকারীর সব ধরনের চাহিদাই পূরণ করবে ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটি।

রেডমি নোট ১০ প্রোতে নতুন কি

শাওমির ফ্ল্যাগশিপ সিরিজের মতো ফেন্সি ফিচারের জন্য রেডমি নোট সিরিজের আলাদা পরিচিতি আছে। প্রতিবারের মতো রেডমি নোট ১০ প্রো ফোনটিতেও নতুন কিছু ফিচার নিয়ে যথারীতি হাজির শাওমি। যেমন:  ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা আর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর।

e-HostBD Hosting Service

১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ

রেডমি নোট ১০ লাইন আপ ক্যামেরার জন্য ইতোমধ্যে দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। ডিভাইসটিতে  প্রধান ক্যামেরা হিসেবে আছে ১০৮ মেগাপিক্সেল ওয়াইড–এঙ্গেল লেন্স। এর সাথে আরো রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মোট চারটি ক্যামেরা ব্যবহারকারীকে দিবে অ্যাডভান্স কম্পিউটেশনাল ফটোগ্রাফি সুবিধা। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা। ক্যামেরায় করা যাবে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড। হ্যান্ডস–অন রিভিউতে দেখা গেছে, হাই রেজ্যুলেশন ক্যামেরা সুবিধা থাকার কারণে ফোনটি দিয়ে পর্যাপ্ত আলোতে দারুণ ঝঁকঝঁকে ছবি তোলা সক্ষম। ক্যামেরায় নাইন–ইন–ওয়ান পিক্সেল বিনিং প্রযুক্তি ব্যবহার করার ফলে মানসম্মত এসব ছবি তোলা সম্ভব হয়েছে।

ডিসপ্লে  ডিজাইন

ক্যামেরা ছাড়াও শাওমি সবসময় ডিসপ্লের দিকে নজর দিয়ে থাকে। রেডমি নোট ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির বড় অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে। এতে সর্বোচ্চ ১২০০ নিটস থাকার কারণে প্রচুর আলোতেও স্ক্রিন পড়া যায়। ফোনটির অন্যতম ফিচার হচ্ছে ১২০ হার্জের দ্রুত রিফ্রেশ রেট যা সাধারণত এ বাজেটের ফোনে দেখা যায় না। এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে ১২০ হার্জ রিফ্রেশ রেটে নির্বিঘ্নে ফোন ব্রাউজ করা যায়। আর দারুণ ডিজাইনের অন্যতম আকর্ষণ হচ্ছে চারপাশ ঘিরে থাকা পাতলা বেজেল। আর ফোনটির নিচের অংশ খুব সামান্য প্রশস্ত যা সহজে চোখে পড়বে না। ফোনটিতে নচের পরিবর্তে স্ক্রিনের মাঝ বরাবর একটি পিনহোল ক্যামেরা রয়েছে।

প্রসেসর:

জনপ্রিয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরের উপর ভিত্তি করে পরিচালিত হয় রেডমি নোট ১০ প্রো । যদিও এটি কোয়ালকম এর সর্বশেষ চিপসেট নয় তথাপি সবসময় ব্যবহারের জন্য যা দরকার সবই আছে ফোনটিতে। রেডমি নোট ১০ প্রোর এর ব্যাটারিও শক্তিশালী। লাইট ইউজার বা স্বল্প ব্যবহারকারী হলে দেড় দিন পর্যন্ত এক চার্জে চলা সম্ভব।

ব্যাটারি  চার্জার:

ফোনটিতে একদিকে যেমন আছে বড় ব্যাটারি অন্যদিকে ফার্স্ট চার্জার। ৫০২০ এমএএইচ বড় ব্যাটারির সাথে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স ফার্স্ট চার্জার। একসাথে এমন বড় ব্যাটারি ও ইনবক্স চার্জার মিডরেঞ্জ ফোনে পাওয়া যায় না। ফোনটিতে একবার চার্জে অনায়াসে এক দিনের ব্যাটারি সাপোর্ট দিবে। তবে অত্যধিক ব্যবহারের কারণে চার্জ ফুরিয়ে গেলেও চিন্তা করতে হবে না। কারণ ৩০ মিনিটে প্রায় ৬০ ভাগ চার্জ হয়ে যাবে।

দাম:

৬+১২৮জিবি সংস্করণের অলরাউন্ডার রেডমি নোট ১০ প্রো ১০৮ মেগাপিক্সেলের ফোনটির দাম পড়বে ২৯ হাজার ৯৯৯ টাকা। তবে বর্তমানে ১ হাজার টাকা ছাড়ে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন