আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মজার বিষই নিয়া আলোচনা করবো।আমরা পিসি কে সুন্দর করার জন্য বিভিন্ন ড্রাইভ আর icon change করি। আর এই change করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। আজ আমি শিখব ক করে সফটওয়্যার ছারা ড্রাইভ আর আইকন পরিবর্তন করা যাই। তাহলে সুরু করা যাক।
প্রথমে যেটা করতে হবে সেটা হল যে ড্রাইভার এর icon পরিবর্তন করবেন সেই ড্রাইভার এর ভিতরে যে ইমেজ টা দিবেন সেটা কপি করে paste করুন।
এরপর নিছের কোড টা কপি করে notpad মধ্যে paste করে autoran.inf নামে ফাইল টি সেভ করেন।
[AutoRun]
ICON=file name.ico
এখানে file name এর জাইগাই আপনার ফাইল নাম দিবেন। ব্যাস কাজ শেষ। এরপর pc restart দিন। দেখবেন আইকন change হয়েছে।
মন্তব্য করুন