সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য এটাই সব সময় কামনা করি। আজকে ছোট একটা টিপস নিয়ে আসলাম। একেবারে সহজ কাজ যে কেউ সহজেই করতে পারবেন। আমাদের যাদের কম্পিউটার এর স্পীড একটু কম তারা এই Tricks টা ব্যবহার করতে পারেন। নিছের এই কোড টুকু কপি করে আপনার পিসির নোটপ্যাড এ নেন।
-mystring=(80000000)
এরপর যেকোনো একটা নাম দিয়ে তারপর .vbe নামে সেভ করুন। তবে মনে রাখবেন আপনার পিসির অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ থাকলে এটাকে ভাইরাস মনে করে ব্লক করে দিতে পারে। তাই এ কাজের সমই আপনার পিসির অ্যান্টিভাইরাস একটু বন্ধ রাখলে ভালো হয়ই।
যাহোক এবার আপনি ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Restart করুন আপনার পিসি। দেখবেন আপনার পিসি আগের চেয়ে একটু হলেও speed up হয়েছে। আজ এখনেই বিদাই নিচ্ছি।
মন্তব্য করুন