আমরা বলা চলে সবাই কম বেশি Pendrive ব্যবহার করি কারন কোন ফাইল এক পিসি থেকে অন্য পিসিতে নিতে pendrive ব্যবহার করতে হয়। এতে যেটা হয়ই সেটা হল অন্য পিসিতে যদি ভাইরাস থাকে তাহলে আপনার সব ফাইল ভাইরাস এর কারনে হারিয়ে যেতে পারে। আমরা অনেকেই এর জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করি। আজ আমি দেখাব কি করে হারিয়ে যাওয়া ফাইল এবার recover করা যায় তাও বার নোটপ্যাড এর মাধ্যমে। এর জন্য যা করতা হবে নিছে বিস্তারিত লেখা আছে।
# প্রথমে নোটপ্যাড ওপেন করুন
# নোটপ্যাডে লিখুন attrib-h -r -s *.*
# এরপর আপনার পেন ড্রাইভে UnHide.bat নামে সেভ করুন ।
# তারপর আপানার ব্রাউজার ওপেন করুন
# ব্রাউজারের অ্যাড্রেস বারে USB পেন ড্রাইভের ড্রাইভ লেটার লিখে Enter চাপুন (যেমন : আপনার পেন ড্রাইভ যদি I ড্রাইভে থাকে তাহলে I: লিখুন)
# এরপর আপনি আপনার পেন ড্রাইভের সকল ফাইল দেখতে পারবেন এমনকি Hidden ফাইলগুলো সহ
মন্তব্য করুন