কেমন আছেন সবাই ? জানি সবাই ভালো আছেন কারন ভালো না থাকলে তো আর কেউ এই লেখাটা পড়ছেন না। 🙂
আর যদি কেউ ভালো না থাকেন তাহলে সমস্যা নায় শুধু ভালো থাকার চেস্টা করবেন এবং টেকনোলজির সাথে থাকুন দেখবেন আপনার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে।
শুরু করা যাক আজকের টিউন।
ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করতে কে না চায় ? কিন্তু সঠিক জ্ঞানের অভাবে খুব কম মানুষেরাই আয় করতে পার।
প্রাথমিক ভাবে আপনার আয় কম হলেও আস্তে আস্তে আয় বাড়তে থাকবে। শুধু দরকার ধৈর্য এবং কঠিন পরিশ্রম। ধৈর্য না থাকলে ইন্টারনেটের মাধ্যমে আপনার পক্ষে আয় করা কখনো সম্ভব নয়।
কাজের কথায় আসি।
আজ আমি যে সাইট নিয়ে আলোচনা করব সেটা হল মিনিজব সাইট। এই সাইটে অনেক ছোট ছোট কাজ পাওয়া যায়। ভালোভাবে কাজ করে দিতে পারলে প্যামেন্ট পাবেন অবশ্যই। আর টাকা তুলতে পারবেন payza এর মাধ্যমে।
নিচের লিঙ্ক থেকে একাউন্ট sign up করে নিন।
sign up here
আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার আয় হবে দিনে ৩-৫ ডলার এর অধিক।
এর জন্য আপনাকে একাউন্ট খোলার সময় একটা আইপি হাইড সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনি যদি আইপি চেঞ্জ করে usa এর আইপি দিয়ে একাউন্ত ক্রিয়েট করেন তাহলে আপনি usa এর কাজ করতে পারবেন অন্যথায় আপনাকে ছোট ছোট কাজ করে দিনে ১-২ ডলার এর অধিক আয় করা সম্ভব হবে না।
যদি আইপি হাইড সফটওয়ার না থেকে থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে সফটওয়ার ডাউনলোড করে নিন।
আইপি হাইড
আমার টিউন আর ভিডিও টিউটোরিয়াল থাকবে না এটা হতে পারে ? অসম্ভব!
ভালোভাবে দেখার জন্য নিচের লিঙ্ক থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন, আশা করি আপনি ও বুঝতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল
আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষ্ ণ সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর হ্যা টেকনোলজির সাথে থাকতে ভুলবেন না যেনো। 🙂
আপনার সুচিন্ত মতামত একজন টিউনারকে নতুন নতুন টিউন করতে উতসাহ দেয়। তাই মতামত জানাতে দেরি করবেন না।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
মন্তব্য করুন