অনেকদিন থেকে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোন লাভ হচ্ছেনা। এর একটাই কারন আর তা হল অভিজ্ঞতার অভাব। আর আজ আমি আপনাদের সেই অভিজ্ঞতার উপায় বের করে দিব। প্রথমে আপনাকে এখানে ক্লিক করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে $1 পেয়ে যাবেন।
কিন্তু $1 এ কি পেট ভরে ? এ জন্য আপনাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে সহজ কাজ করতে হবে। সহজ কাজের একটি সুন্দর সাইট এ করুন sign up ক্লিক করুন www.minijobz.com.
সৌজন্যে প্রযুক্তি কর্নার
সৌজন্যে প্রযুক্তি কর্নার সময় থাকলে ভিজিট করতে পারেন।
Income by download
অ্যাকাউন্ট খোলার পূর্বে কিছু সতর্কতাঃ
১। কখনই একটির বেশি অ্যাকাউন্ট খুলবেন না।
২। আপনাকে যেহেতু পেওনিয়ারে পে করা হবে, তাই পেওনিয়ার মাস্টারকার্ডের নামটিই এখানে দিবেন।
৩। কোন ভুল তথ্য দিবেন না।
৪। নিজের ফাইল নিজে কখনই ডাউনলোড করার চেষ্টা করবেন না।
৫। পাসওয়ার্ড জাতীয় কোন ফাইল আপলোড দিলে কখনই অ্যাডাল্ট বা এ রিলেটেড কোনো পাসওয়ার্ড দিবেন না।
যাই হোক, এখন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি দেখে নিইঃ
১। প্রথমে Sharecash এ ক্লিক করে এ সাইট এ প্রবেশ করুন।
২। এরপর Register এ ক্লিক করুন।
৩। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে Continue তে ক্লিক করুন।
8। এরপর পরের স্টেপে নাম ও তথ্য দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করুন। এ স্টেপের ছবি দেয়া সম্ভব হল না, কারণ আমিতো আগেই অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এখন অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যান করে দিবে।
পরবর্তী টিউনগুলোতে স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো করে দেখানো হবে।
সৌজন্যে প্রযুক্তি কর্নার সময় থাকলে ভিজিট করতে পারেন।
মন্তব্য করুন