এর আগের বার অনেক Uc Browser থেকে পুরস্কার পেয়েছিলেন ৪০০০ টাকা। আমি নিজেও পেয়েছি। তাই এইবারের টা মিস করবেন না আশা করি। আর এই পুরস্কারের উপর আপনি পূর্ণ ভরসা রাখতে পারেন কারন UC কোন ফালতু কোম্পানী নয় ।
এজন্য আপনার যা করতে হবে তা হল –
– সর্বশেষ ভার্সন এর Uc Browser লাগবে।
নিচের লিংক থেকে ডাউনলোড/আপডেট করে নিন
এখান থেকে ডাউনলোড করুন > https://play.google.com/store/apps/details?id=com.UCMobile.intl
– এখন UC Browser চালু করে।
– আপনি আপনার ইউসি ব্রাউজারের Home page এ যান । এখন দেখবেন আপনার home page টি নিচের ছবিটির মত আসছে কিনা ।
— যদি আপনার Home Page এ “15 Million ” এই ব্যানারটি দেখা না যায় তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন ।
অথবা
আপনি UC Browser এর Setting অপশন এ যান তারপর যে পেইজটি আসবে তার নিচের দিকে গিয়ে দেখবেন “About UC” সেটাতে গিয়ে “Help” অপশন এ যান এখন যে পেইজটি আসবেন তার নিচের দিকে গিয়ে দেখবেন “Something Wrong With your Homepage Click Here” এখন আপনে “Click Here” অপশন এ ক্লিক করল দেখবেন আপনার Home Page আপডেট হচ্ছে । এখন আপনি Home Page এ গিয়ে দেখবেন উপরের ছবির মত আসছে।
এখন আপনি “15 Million ” ব্যানারটিতে ক্লিক করলে নিচের মত একটি Page আসবে ।
— এখন আপনি “Enter Code ” এই অপশন এ ক্লিক করুন ।
— এখন দেখবেন উপরের মত দুইটি বক্স আসছে । প্রথমটিতে আপনি লিখবেন 1016144 আর নিচের বক্সে আপনার নাম লিখে Submit করুন ।
এখন আপনি ভাবতে পারেন এই কোডটি ব্যবহার করেল আপনার লাভ কি । এই কোডটি ব্যবহার করলে আপনার রেফারেল কোডটি একটিভ হবে নতুবা আপনি আপনার কোড ব্যবহার করতে পারবেন না ।
এভাবে আপনি যতবার আপনার রেফারেল কোড ব্যবহার করবেন আপনার Uc Browser এর Home Page টাকা যোগ হতে থাকবে । এভাবে ৫০০০ টাকা পূরণ হলে Uc Browser কতৃক আপনার বিকাশ নাম্বার চাওয়া হবে । আর আগামী মাসের মধ্য টাকা হাতে পেয়ে যাবেন ।
বুঝতে সমস্যা হলে আমার ফেবুতে জানাতে পারেন ।
আমার FB Id—Mahfuz Maruf
মন্তব্য করুন