এর আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে অ্যাড এর মাধ্যমে ইনকাম করা যাই। আজ দিবো আর একটা ওয়েবসাইট আর ঠিকানা যেখান থেকে আপনি অ্যাড নিয়ে আপনার ওয়েবসাইট/ব্লগ এ দিয়ে মানি ইনকাম করতে পারেন। তবে এক আইপি থেকে একটার বেশি অ্যাকাউন্ট খুলবেন না তাহলে আপনা্র পিসি এর আইপি ব্যান্ড করে দিতে পারে। নিজের পিসি থেকে কখন ও অ্যাড এ ক্লিক করবেন না তাহলে ও আপনার পিসি এর আইপি ব্যান্ড করে দিতে পারে। যাহক কাজের কথাই আসা যাক।
যথারিথি প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করেন।
অ্যাকাউন্ট খোলার পর লগিন করুন।
তারপর অ্যাড আর লিঙ্ক কপি করে পেস্ট করুন আপনার ওয়েবসাইট এ। প্রতি ১০০০ ক্লিক এর জন্য আপনি পাবেন $ ১। এখানে দুই ধরনের অ্যাড আছে। একটা হল টেক্সট অ্যাড এবং আর একটা হল ব্যানার অ্যাড। দিনে একটা পিসি থেকে একটা ক্লিক করা যাবে।
মন্তব্য করুন