বর্তমান বিশ্বে সবার জন্য কাজের বাজার অনেক বড়। অনেকেই এই গ্লোবাল ভিলেজে নিজেকে মানিয়ে নিচ্ছে তাই তাদের জন্য চাকরি বা উপার্জনের পথ খুজে নেওয়া অনেক সহজ। কিন্তু অনেকেই এই চাকুরীর পিছনে ছুটতে ছুটতে অনেক পিছিয়ে পড়ে। এর পিছনে দুইটি কারণ রয়েছে
১। তারা কাজ খুজতে জানেনা এবং
২। হয়তো তাদের দক্ষতা নেই।
আর এই দুটি জিনিসই কর্ম জীবনে খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাকুরীর বাজারে নিজের দক্ষতার প্রমান রাখা। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরা দক্ষতা অর্জন না করেই জব খুজতে নেমে পড়েন এবং জব খুজতে খুজতে নিজেকে আর প্রতিষ্ঠিত করতে পারেন না। তাই জব সেক্টরের প্রতিযোগিতায় নামতে হলে উপরের ২টি বিষয়ে জোড় দিন।
আপনি গিগ অর্থনীতি সম্পর্কে জানেন কি?
আপনি যদি স্বাধীনচেতা লোক হন তাহলে খণ্ডকালীন পেশা বেছে নিতে পারেন এবং এ ক্ষেত্রে আপনার দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। আপনি গিগ অর্থনীতির নাম শনেছেন?এটি হল একটি শ্রম বাজার যা সম্পূর্ণ সময়ের স্থায়ী কর্মচারীদের পরিবর্তে স্বাধীন এবং ফ্রিল্যান্সার পেশাজীবীদের দ্বারা অস্থায়ী এবং খণ্ডকালীন পেশা ব্যবস্থা।
বর্তমানে গিগ অর্থনীতিতে বিপুল সংখ্যক মানুষ খণ্ডকালীন বা অস্থায়ী পদ হিসাবে কাজ করে এবং এক্ষেত্রে উপার্জন নেহায়েত কম নয়। সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে বড় বড় কোম্পানি অথবা দেশের বাহিরের জব ও করতে পারেন। আমাদের দেশের Pathao, Sheba xyz গিগ অর্থনীতির একটি উদাহরণ এর ফলে আমরা আরো সস্তান এবং দক্ষ পরিষেবা পাচ্ছি। যারা ইন্টারনেটের মতো প্রযুক্তিগত পরিষেবা ব্যবহার করেন না তারা গিগ অর্থনীতির সুবিধায় পিছিয়ে থাকতে পারেন।
আপনিও গিগ ওয়ার্কার হতে পারেন
বর্তমানে গিগ ওয়ার্কার হিসেবে সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষ কাজ করছে। আশা করা যাচ্ছে গিগ অর্থনীতির আকার ২০২৩ সাল নাগাদ বিশ্বব্যাপী $৪৫৫ বিলিয়ন হবে। এখানে সাধারন উবারের জন্য ড্রাইভিং বা খাবার সরবরাহ থেকে শুরু করে লেখালেখি, অধ্যাপনা পর্যন্ত হতে পারে।
গিগ অর্থনীতিতে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের জন্য অনেক সুবিধা রয়েছে। কর্মীদের জন্য, গিগ অর্থনীতির সুবিধার মধ্যে রয়েছে একাধিক কাজ করার বিকল্প, নির্দিষ্ট কাজের উপর নির্ভর করে যেকোনো জায়গা থেকে কাজ, স্বাধীনতা এবং তাদের দৈনন্দিন রুটিনে নমনীয়তা।
গিগ ওয়ার্কার হতে কোথায় নিবন্ধন করবেন
বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট ও অ্যাপ আছে শুধু ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কিন্তু আপনাকে খুজে বের করতে হবে আপানার দক্ষতা অনুযায়ী কোন সাইটটি আপনার জন্য ভাল হবে কারন এখন অনলাইন কাজের বাজারে প্রতিযোগিতা অনেক। upwork.com, fiverr.com সহ অনেক সাইট আছে কিন্তু নতুন হিসেবে এখানে প্রতিষ্ঠিত হওয়া একটু কঠিন। তাই আপনি ছোট ছোট মাইক্রো জব সাইটে কাজ শুরু করতে পারেন। আপনি সার্চ করলে এরকম অনেক সাইট পেয়ে যাবেন। বর্তমানে এই দেশি সাইটও ভাল কাজের সুযোগ দিচ্ছে, https://extajob.com সাইটটিতে নিবন্ধন করেও কাজ শুরু করতে পারেন। এছাড়া ClickWorker, PeoplePerHour, Zeerk সহ অনেক সাইট আছে যেখান থেকে আপনি কাজ শুরু করে নিজের দক্ষতা অর্জন করতে পারেন।
শেষ কথা, কাজ শুরুর আগে কাজ খুজতে শিখুন এবং দক্ষতা অর্জন করে মাঠে নেমে পড়ুন।
মন্তব্য করুন