আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালই আছেন। আমার পরীক্ষার কারনে তেমন টিউন দিতে পারীনী আপনাদের। কিন্তু এখন ফ্রি আছি তাই আবার চলে আসলাম,নতুন একটি টিউন নিয়ে তো শুরু করছি আমার আজকের টিউন ।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চরম এবং নতুন একটা এপস । যার দিয়ে আপনি খুব সহজে বাংলাদেশের ভূমি-আইন অনুযায়ী জমি জমা ও ভূমির পরিমাপ জানতে পারবেন এবং নানা ধরনের গানিতিক কাজও এটটি দ্বারা শিখতে পারবেন
সহজ এবং বাংলাদেশের ভূমি-আইন অনুযায়ী জমি জমা ও ভূমির পরিমাপ জানুন এবং শিখুন এই অ্যাপ থেকে। ভূমির মাপ নিতে আপনাদের যেসকল বিষয় সমূহ জানা প্রয়োজন; তার প্রায় সবই এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি।
অনলাইনের অনেক সূত্র থেকে সব তথ্য এক জায়গায় করার চেষ্টা করেছি এই অ্যাপে। যে সকল জায়গা থেকে তথ্য নিয়েছি যেমন, , উইকিপেডিয়া; সকলের জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো। চলুন এবার ঝটপট এখান থেকে ডাউনলোড করুন
চলুন কিছু স্কিনসট দেখে নেইঃ
আশা করি সবাই এ থেকে উপকৃত হবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না।
আমার সাইটঃ http://trickround.com
মন্তব্য করুন