Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 2  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এবারের ঈদে মাইক্রোম্যাক্সের নতুন ৭ টি স্মার্টফোন

ভারতের বিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন ৭ টি স্মার্টফোন। শিগগিরই ফোনগুলো দেশের বাজারে পাওয়া যাবে। ১২ জুন(সোমবার) রাজধানীর একটি হোটেলে ফোনগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম.
ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম লিমিটেড এর হেড অফ বিজনেস সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকম এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাইক্রোম্যাক্স এর নতুন ২টি ফ্ল্যাগশীপ মডেল ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রো ফোনগুলোর মধ্যে অত্যাধিক আকর্ষণীয়। পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে যারা অস্বস্তি বোধ করেন, তাদের জন্য ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী ও ২জিবি র্যাম দিয়ে বাজারে এসেছে মাইক্রোম্যাক্স এর কিউ৪৬১ মডেলের আরো একটি স্মার্টফোন। অনুষ্ঠানে এন্ট্রি লেভেলের ৪টি মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়। মডেলগুলো হচ্ছে কিউ৩০১, কিউ৩৮৩, কিউ৩৮১ এবং কিউ৩৫০ যার মূল্য যথাক্রমে ২৯৯০ টাকা, ৪৩৯০ টাকা, ৪৮৯০ টাকা এবং ৪৯৮০ টাকা।নতুন উন্মোচিত হওয়া স্মার্টফোন গুলোর দেখে নিন এক নজরে।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ৩ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ প্রো এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.৫ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৩০০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৪৬১ এন্ড্রয়েড ৫.১ (ললিপপ), ৫.০ ইঞ্চি ডিসপ্লে (গরিলা গ্লাস ৩), ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ৪০০০ মিলিএম্পিয়ার।
•মাইক্রোম্যাক্স কিউ৩০১ এন্ড্রয়েড ৫.০, ৪.০ ইঞ্চি ডিসপ্লে, ১.০ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৪০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮৩ এন্ড্রয়েড ৫.১, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ১৮০০ মিলিএম্পিয়ার।
• মাইক্রোম্যাক্স কিউ৩৮১ এন্ড্রয়েড ৫.০, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।
মাইক্রোম্যাক্স কিউ৩৫০ এন্ড্রয়েড ৬.০ মার্শমেলো, ৫.০ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়ার্ডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল, ব্যাটারি ২০০০ মিলিএম্পিয়ার।

নতুন কিছু জানতে ও প্রযুক্তির সাথে নিয়মিত আপডেট থাকতে চোখ রাখুন । 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন