মীনা (ইংরেজিতে: Meena) দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক ও কমিক বই। সেই সাথে এই কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় চরিত্র। দক্ষিণ এশীয় দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। যেসকল সচেতনতা মীনা কার্টুনের মাধ্যমে তৈরির চেষ্টা করা হয়েছে তার মধ্যে আছে, বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি।
মীনা ধারাবাহিকের বিভিন্ন পর্বগুলোর মধ্যে আছে:
সব মুরগী আছে
বুদ্ধিমতি মীনা
মীনা কি স্কুল ছেড়ে দেবে?
মীনা ও দুষ্টু ছেলে জীবন বাঁচানো
মীনার তিনটি ইচ্ছা
যৌতুক বন্ধ কর
বিয়ের বয়স হয় নাই
মেয়েদের যত্ন নাও
আমি স্কুল ভালবাসি
ছেলেই হতে হবে
মীনা এখন শহরে
মিনা কার্টুনঃ মিনা ও তার বন্ধুরা Meena Cortoon Meena o tar
মিনা কার্টুনঃ মিনা যখন জন্মেছিল Meena Jokhon jonmechhilo
মিনা কার্টুনঃ মিনা যখন ছোট ছিল Meena jokhon choto chilo
মিনা কার্টুনঃ খেলতে খেলতে উঠবো বেড়ে Meena Courtoon Khelte Khelte Bere otha
মিনা কার্টুনঃ সাবধানে থাকি, সাবধানে রাখি Sabdhane thaki sabdhani rakhi
মন্তব্য করুন