বৃহৎ পরিসরে আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে #Soft_Skills_Fest । সফট স্কিল্লস ফেস্ট বিষয়ক কিছু তথঃ
স্থানঃ মিলনায়তন ৭১, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০১৮
সময়ঃ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
হাইলাইটসঃ ১৩টি সফট স্কিল্লস বিষয়ক সেশন, ২টি প্যানেল ডিসকাশন। পৃথক ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার বিষয়ক বই, ইভেন্ট পরবর্তী স্কিল্ল ডেভেলপমেন্ট বিষয়ক কোর্স সহ আরও অনেক কিছু। রেজিস্ট্রেশন ফিঃ প্রফেশনাল ১,০০০ টাকা শিক্ষার্থী ৫০০ টাকা।
রেজিস্ট্রেশন করতেঃ http://skillfest.bsdi-bd.org/register-now/
রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ১০ সেপ্টেম্বর ২০১৮।
বিস্তারিতঃ http://skillfest.bsdi-bd.org
অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট প্রয়াসকে স্বাগত জানিয়েছে, তাদেরকে যাদের জন্য এই আয়োজন। আমরা বিএসডিআই টিম আনন্দিত আপনাদের রেজিস্ট্রেশন রিকোয়েস্ট পেয়ে। আশাকরি একটি সফল #Soft_Skill_Fest আমরা সবাই মিলে উপভোগ করবো।
মন্তব্য করুন