হেড ফার্ষ্ট – অবজেক্ট অরিয়েন্টেড এনালাইসিস এন্ড ডিজাইন – বইটি আমি অনুবাদের চেষ্টা করছি। নিতান্তই ব্যক্তিগত একটি ধারনাকে উপলব্ধি করার জন্যেই এই অনুবাদের চেষ্টা। কোন টেকনোলজি তৈরীতে আমাদের অবদান নেই। তাই নিজ থেকে বানিয়ে কিছু লেখার সাহস করছি না।
প্রতিদিন ১ পৃষ্ঠা করে অনুবাদের চেষ্টা করছি। তাই বইটি অনুবাদে আমার বছর লাগতে পারে। বইটির প্রথম কয়েক পাতা আমার নিজের কাছেই বোরিং লাগছিল। কিন্তু এখন পড়তে আনন্দ পাচ্ছি। আপনারাও আমার আনন্দের সংগী হবেন।
লেখার বিকৃতি ঠেকাতে হোক বা চৌর্যবৃত্তির ভয়ে হোক – পৃষ্ঠাগুলো আমি ইমেজে পরিবর্তন করে দিচ্ছি। বিভিন্ন সময়ে আমি অনুবাদে পরিবর্তন করছি ও পরিমার্জন আনছি। এতটুকু ক্ষমার চোখে দেখবেন। তো শুরু করা যাক আমাদের আজকের পাঠ…
মন্তব্য করুন