নিশ্চয়-ই ভালো। স্মার্টফোন জগতে আপনাদের স্বাগতম। বিশ্ব জুড়ে এখন ৫জি স্মার্টফোন নিয়ে আলোচনা চলছে। হয়তোবা আগামী বছরের মধ্যে বেশির ভাগ দেশেই ৫জি চালু হয়ে যাবে। বাংলাদেশে ৪জি’র আগমন ঘটেছে প্রায় এক বছর হলো। যদিও এখনো সারা দেশব্যপী ৪জি স্মার্টফোনের বিস্তার ঘটেনি কেননা ৪জি স্মার্টফোন এখনো সবার হাতের নাগালে নয়। আর আপনাদের এই কাজটাই সহজ করে দিচ্ছে ওয়ালটন। কেননা ওয়ালটন বাজারে লঞ্চ করেছে স্বল্প দামের মধ্যেই ভালো এবং গুণগত মান সম্মত ৪জি স্মার্টফোন। আমার আজকের আলোচনায় থাকবে ওয়ালটনের ৩টি স্বল্প মূল্যের ৪জি স্মার্টফোন।
ওয়ালটন প্রিমো ই.এফ৮ ৪জি:
৪জি সাপোর্টেড
৪.৯৫” ১৮ঃ৯ রেশিও ফুল ভিউ ডিসপ্লে
এ্যন্ড্রয়েড অরিও ৮.১ ( গো এডিশন)
১.৪০ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর
মালি টি ৮২০ জিপিউ
ডিডিআর থ্রী ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী
বিএসআই ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট
মন্তব্য করুন