আশা করি সবাই ভাল আছেন। এসির বিল মাসে কত আসে, কিরকম আসে এ ব্যাপারে অনেকেরই কনফিউশন থাকে। অনেকেই আমার কাছে এব্যাপারে প্রশ্ন করেছেন ।আজ আমি আপনাদের কাছে তুলে ধরব একটি দেড় টনের এসি দিনে ৬ ঘন্টা চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে। দেরি না করে আসুন জেনে নেই।
প্রথমেই জেনে নেই,
- দেড় টনের এসি ১৮০০ ওয়াট,
- ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট,
- ১ মাস = ৩০ দিন এবং
- ১ ইউনিট বিদ্যুৎ = ১ কিলোওয়াট-ঘন্টা।
এবার আসুন হিসাবটা সেরে নেই।
- দিনে ৬ ঘন্টা চলা মানে মাসে ৬*৩০ = ১৮০ ঘন্টা এসি চলেছে।
- ১৮০ ঘন্টা * ১৮০০ ওয়াট = ৩২৪০০০ ওয়াট-ঘন্টা।
- যেহেতু ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট, মাসে বিদ্যুৎ খরচ ৩২৪০০০/১০০০ = ৩২৪ কিলোওয়াট-ঘন্টা।
- ১ ইউনিট বিদ্যুৎ = ১ কিলোওয়াট-ঘন্টা, সুতরাং আপনার খরচ= ৩২৪ ইউনিট।
প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ৬ টাকা করে হলে,
আপনার বিল আসবে ৩২৪*৬ = ১৯৪৪ টাকা মাসে।
আপনার বিল সঠিকভাবে নির্ণয় করতে আরও কিছু জিনিস জানা থাকা জরুরী।
- বিদ্যুৎ বিলের সঠিক ট্যারিফ প্লান। কারন তাদের বিভিন্ন স্লাবে ট্যারিফ ভাগ করা থাকে।
- প্রতি মাসে আপনার মিটার চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ কত? এগুলো সাথে যুক্ত হবে।
- ৫% ভ্যাট যোগ করা হয় বিলের সাথে।
ট্যারিফের স্লাব জেনে নেয়া যাক,
- ০০-৭৫ ইউনিট= প্রতি ইউনিট ৪.১৯ টাকা হারে ।
- ৭৬-২০০ ইউনিট= প্রতি ইউনিট ৫.৭২ টাকা হারে ।
- ২০১-৩০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.০০ টাকা হারে ।
- ৩০১-৪০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.৩৪ টাকা হারে।
- ৪০১-৬০০ ইউনিট= প্রতি ইউনিট ৯.৯৪ টাকা হারে এবং
- ৬০১ প্লাস ইউনিট= প্রতি ইউনিট ১১.৪৬ টাকা হারে ।
আশা করি, পুরো ব্যাপারটি ধরতে পেরেছেন। এরপরেও যদি আপনার বুঝতে সমস্যা হয় এখান থেকে জেনে নিতে পারে।
এবারে আসুন এসি ব্যবহারে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বিদ্যুৎ খরচ কম হবে।
- ঘুমানোর সময় টাইমার দিয়ে রাখুন, যাতে ২/৩ ঘন্টা পর এসি আপনা থেকেই বন্ধ হয়ে যেতে পারে।
- এসির টেম্পারেচার ২৪ কিংবা ২৫ এ সেট করুন। আরামদায়ক আবহাওয়া পাবেন।
- অপ্রয়োজনে এসি বন্ধ রাখুন, সামান্য গরমেই এসি ছাড়বেন না, ফ্যান ছাড়ুন।
- নিয়মিত এসি সার্ভিসিং করুন, বিশেষ করে ফিল্টার নিজেই পরিস্কার করুন অন্ততঃ মাসে একবার।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য করুন