Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 3  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

দেড় টনের এসি দিনে ৬ ঘন্টা চললে মাসে বিদ্যুৎ বিল কত হবে?

আশা করি সবাই ভাল আছেন। এসির বিল মাসে কত আসে, কিরকম আসে এ ব্যাপারে অনেকেরই কনফিউশন থাকে। অনেকেই আমার কাছে এব্যাপারে প্রশ্ন করেছেন ।আজ আমি আপনাদের কাছে তুলে ধরব একটি দেড় টনের এসি দিনে ৬ ঘন্টা চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে। দেরি না করে আসুন জেনে নেই।

প্রথমেই জেনে নেই,

  • দেড় টনের এসি ১৮০০ ওয়াট,
  • ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট,
  • ১ মাস = ৩০ দিন এবং
  • ১ ইউনিট বিদ্যুৎ = ১ কিলোওয়াট-ঘন্টা।

এবার আসুন হিসাবটা সেরে নেই।

  • দিনে ৬ ঘন্টা চলা মানে মাসে ৬*৩০ = ১৮০ ঘন্টা এসি চলেছে।
  • ১৮০ ঘন্টা * ১৮০০ ওয়াট = ৩২৪০০০ ওয়াট-ঘন্টা।
  • যেহেতু ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট, মাসে বিদ্যুৎ খরচ ৩২৪০০০/১০০০ = ৩২৪ কিলোওয়াট-ঘন্টা।
  • ১ ইউনিট বিদ্যুৎ = ১ কিলোওয়াট-ঘন্টা, সুতরাং আপনার খরচ= ৩২৪ ইউনিট।

প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ৬ টাকা করে হলে,

আপনার বিল আসবে ৩২৪*৬ = ১৯৪৪ টাকা মাসে।

আপনার বিল সঠিকভাবে নির্ণয় করতে আরও কিছু জিনিস জানা থাকা জরুরী।

  • বিদ্যুৎ বিলের সঠিক ট্যারিফ প্লান। কারন তাদের বিভিন্ন স্লাবে ট্যারিফ ভাগ করা থাকে।
  • প্রতি মাসে আপনার মিটার চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ কত? এগুলো সাথে যুক্ত হবে।
  • ৫% ভ্যাট যোগ করা হয় বিলের সাথে।

ট্যারিফের স্লাব জেনে নেয়া যাক,

  • ০০-৭৫ ইউনিট= প্রতি ইউনিট ৪.১৯ টাকা হারে ।
  • ৭৬-২০০ ইউনিট= প্রতি ইউনিট ৫.৭২ টাকা হারে ।
  • ২০১-৩০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.০০ টাকা হারে ।
  • ৩০১-৪০০ ইউনিট= প্রতি ইউনিট ৬.৩৪ টাকা হারে।
  • ৪০১-৬০০ ইউনিট= প্রতি ইউনিট ৯.৯৪ টাকা হারে এবং
  • ৬০১ প্লাস ইউনিট= প্রতি ইউনিট ১১.৪৬ টাকা হারে ।

আশা করি, পুরো ব্যাপারটি ধরতে পেরেছেন। এরপরেও যদি আপনার বুঝতে সমস্যা হয় এখান থেকে জেনে নিতে পারে।

e-HostBD Hosting Service

এবারে আসুন এসি ব্যবহারে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বিদ্যুৎ খরচ কম হবে।

  • ঘুমানোর সময় টাইমার দিয়ে রাখুন, যাতে ২/৩ ঘন্টা পর এসি আপনা থেকেই বন্ধ হয়ে যেতে পারে।
  • এসির টেম্পারেচার ২৪ কিংবা ২৫ এ সেট করুন। আরামদায়ক আবহাওয়া পাবেন।
  • অপ্রয়োজনে এসি বন্ধ রাখুন, সামান্য গরমেই এসি ছাড়বেন না, ফ্যান ছাড়ুন।
  • নিয়মিত এসি সার্ভিসিং করুন, বিশেষ করে ফিল্টার নিজেই পরিস্কার করুন অন্ততঃ মাসে একবার।

ধন্যবাদ সবাইকে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন