প্রতিনিয়ত নানান রকম এবং নানান ধাচের সঙ্গীত নিয়ে মানুষের মাঝে উপস্থিত হয় খালিদ সঙ্গীত। বিয়ে থেকে শুরু করে প্রেম এমনকি দেশ প্রেম, সকল প্রকার সঙ্গীত নিয়েই মানুষের মাঝে উপস্থিত হয় খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন একটি গান, আর এই গানটির নাম হচ্ছে ‘পথের খোঁজে পথ হারালাম’। গানটিতে কথা ও সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব।
গানটির লিরিক্স,
পথের খোঁজে পথ হারালাম
পথেরি মাঝে
কোথায় পথের শেষ গো ভবে
সবাই যারে খোঁজে॥
যে পথ তুমি আমায় দিলে
আমি ঘুরছি তারি মাঝে
দ্বারে দ্বারে খুঁজছি আমি
সেই ঠিকানা খুঁজে।
আলোর মশাল জ্বেলে আমি
খুঁজছি আঁধার সাঝে॥
জীবনে আমি চলেছি গো
মরণের বোঝা কাঁধে
মরণে যেন পাই গো আবার
জীবন স্বর্গ স্বাদে।
সকল পথের শেষ গো হবে
তোমার দেখায় যে প্রভু তোমায় পাওয়ায় যে॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন