সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার একটি নতুন পোস্ট নিয়ে আসলাম আপনাদের কাছে। অনেকেই জানতে চেয়েছেন তাদের স্মার্ট এন আই ডি কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে জানবো কিংবা তৈরি হলেও কোথায় পাবো বা কোথায় যোগাযোগ করবো। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশন এ যান। এরপর লিখুন
SC NID (এখানে আপনার ১০ ডিজিট এর এন এই ডি নাম্বার লিখুন)
উদাহরন স্বরূপঃ
SC NID 9554585454
এরপর পাঠিয়ে দিন ১০৫ নাম্বার এ। ফিরতি মেসেজ এ আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার স্মার্ট এন আই ডি কার্ড তৈরি হয়েছে কিনা বা কোথায় গেলে পাবেন।
মন্তব্য করুন