Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 12  »  মোট কমেন্টস: 7  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ফ্রি ফায়ার পাব্জি স্টাইলিশ নেম ট্রিক

পাবজি, ফ্রি ফায়ার এর মত ব্যাটেল রয়েল গেমগুলোর জনপ্রিয়তা দিনকেদিন বেড়েই চলেছে। ফ্রি ফায়ার গেমে রয়েছে গিল্ড সিস্টেম এবং পাবজিতে ক্ল্যান। এরই ধারাবাহিকতায় গিল্ড কিংবা ক্ল্যান এর নেমিং স্টাইল অনুসরণ করে নিজের গেম নেম পরিবর্তন হয় প্লেয়ারদের।

আজ আমরা জানবো, কীভাবে ফ্রি ফায়ার এবং পাবজি এর মত গেমগুলোর জন্য স্টাইলিশ প্রোফাইল নেম বানাবেন।

ফ্রি ফায়ার / পাবজি স্টাইলিশ নেম ডিজাইন

e-HostBD Hosting Service

ফ্রি ফায়ার কিংবা পাবজি তে স্টাইলিশ নেম ডিজাইন করতে আমাদের প্রয়োজন হবে এমন একটি ওয়েবসাইট বা অ্যাপ এর, যেটি সাধারণ টেক্সটকে স্টাইলিশ ডিজাইনের টেক্সটে পরিণত করবে।

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, তবে আপনার প্রবেশ করতে হবে LingoJam নামে একটি ওয়েবসাইটে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন 

ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরের নিচে প্রদত্ত ছবিটির মত একটি সাইট দেখতে পাবেন।

সাইটটি ওপেন হওয়ার পর যে নামটিকে স্টাইলিশ রুপ দিতে চান, প্রথম বক্সটিতে সে নামটি লিখুন। লিখার পর নিচে দেখানো মত আউটপুট পাবেন।

 

কাঙ্খিত ডিজাইন পেয়ে গেলে কপি করে আপনার গেম নেম হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও একাধিক স্টাইল এক করে নতুন ধরনের নামের ডিজাইন ও তৈরী করতে পারবেন।

এছাড়াও কিছু অ্যাপ ব্যবহার করেও স্টাইলিশ গেম নেম ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে Nickname Generator এর মত অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফ্রি ফায়ার নাকি পাবজি – আপনি কোন গেমটি খেলেন? টিউমেন্ট করে জানান আমাদেরকে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন