সকল বাংলাদেশি ভাই ও বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে মনের একটা ক্ষোভ থেকে কিছু লিখব। আমরা দেশপ্রেম নিয়ে অনেক নাচানাচি করি কিন্তু আসলে কি আমাদের মাঝে দেশপ্রেম আছে বা থাক্লেও কততুকু আছে আমাদের একটু বেশি করে ভাবা দরকার। কালকে কয়েক লাখ লোক মিলে একসাথে সোনার গাওয়া হল। এটা কি দেশপ্রেম থেকে গাওয়া হল নাকি লোক দেখানো নাকি গিনিস বুক এ নাম লেখানোর জন্য গাওয়া হল। আমার খুব কষ্ট হয় যখন শুনি মাইক এ বলা হচ্ছে গিনিস বুক এ নাম লেখানোর কথা। আমাদের এই কথা বলার কি খুব দরকার ছিল নাকি না বললেও হত। আমার তো মনে হয় না বললে সবচেয়ে ভালো হতো। কারন আমরা এত লক একসাথে আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাচ্ছি এটাই তো আমাদের বড় পাওয়া , এতে যদি কোন রেকর্ড হয় হোক না, এটা সবার সামনে ঘোষণা করার কি দরকার তাছারা আমরা তো জানি যে রেকর্ড হচ্ছে। আমার মনে হয় গোটা দুনিয়ার কাছে আমাদের একটু ছোট করা হল। যাহোক আমার খারাপ লেগেছে তাই বললাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর যদি আপনার আলাদা কিছু মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
মন্তব্য করুন