আসসালামু আলাইকুম
পৃথিবীর সবচেয়ে বড় Tech Show CES এর ২০১৭ সালের মেলাতে বিভিন্ন টেকনলজিস্ট কম্পানী প্রতিবছরের মত এবারও তাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। প্রযুক্তি এখন আলোর বেগে ছুটে চলছে তাই প্রতিনিয়ত বিভিন্ন আশ্চার্য প্রযুক্তি দেখা যাচ্ছে। এবার CES 2017 তেও আমরা অনেক উত্তেজনাপূর্ণ এবং mind-blowing গ্যাজেট ও প্রযুক্তি দেখে এসেছিল। যখন Razer তার তিনটা screen -এর ল্যাপটপ এবং VR(Virtual Reality -র) মত প্রজেক্টর, ছোটো Sevenhugs smart remote -এর মত এবং Neonode AirBar-এর মত ডিভাইস প্রদর্শনে প্রশংসা অর্জন করে। সামগ্রিকভাবে, পৃথিবীর সবচেয়ে বড় tech show CES 2017 -এর মূল্য বলা অপেক্ষা রাখে না।
CES 2017 -এর সেরা প্রযুক্তি
Razer Project Valerie:
Project Valerie নামে খ্যাত, সব সন্দেহ ভেঙ্গে দিয়ে Razer তিনটি 4K display-এর গেমিং ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। কোনো সন্দেহ ছাড়াই, এটা CES 2017 এর সেরা প্রযুক্তি।
Neonode AirBar:
AirBar আপনার যেকোনো ল্যাপটপকে একটি touchscreen ল্যপটপে পরিণত করে দেবে। হ্যা, এটা একটা sleek গ্যাজেট যেটা আপনার ডিসপ্লের নীচে সরু ফ্রেমে attache করা থাকবে এবং সেটা সেখান থেকে সেটি একটি অদৃশ্য আলো নির্গত করবে, এবং এটা আপনার ল্যাপটপকে একটা touchscreen ল্যপটপে পরিণত করে দেবে। এটা CES 2017 -এর একটা অসাধারন প্রযুক্তি।
LG OLED W7 TV:
8LG’s OLED W7 TV দেয়ালে একটি টিউনার মত দেখায়। এই TV টা 65 ইঞ্চি, 18 পাউন্ড ওজন এবং মাত্র 3.85mm পুরু। এটাও CES 2017 -এর একটা উল্লখযোগ্য Product.
LEGO Boost:
LEGO Boost কিডসদের (kids) তাদের সৃষ্টিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। এই কাজটা একটি অ্যাপ এর মাধ্যমে drag-and-drop ভিত্তিক প্রোগ্রামিং ব্যবহার করে করতে হয়।
Honda’র Self-balancing মোটরসাইকেল:
Honda Riding Assist মোটরসাইকেল CES -এ একটি বড় impression তৈরি করেছে। এটা রাইডারের কোন রকম সাহায্য ছাড়াই তার নিজের উপর balance রাখতে পারে।
Razer Project Ariana:
Project Ariana’র depth-sensing ক্যামেরা এবং প্রজেক্টর আপনার সম্মুখের দেয়ালকে টিভি তৈরি করবে, যেটা আপনাকে VR (Virtual Reality -র) গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।
Intel Compute Card
Intel’র Compute Card আপনার ক্রেডিট কার্ডের মতই বড়, কিন্তু এটি একটি কোনো dumb মনিটরকে কম্পিউটারে পরিনত করতে সক্ষম।
Sevenhugs Smart Remote
এই high-tech ইউনিভার্সাল রিমোট এমন একটা জিনিস যেটা আপনি কিছুতেই মিস করাতে চাইবেন না। শুধু এটা যেকোনো একটি ইলেকট্রনিক ডিভাইসের দিকে নির্দেশ করলে, এটা তার ইন্টারফেস নিয়ে নেব, এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
Kingston DataTraveler Ultimate GT
CES 2017 তে Kingston সবচেয়ে বড় ক্ষমতাসম্পন্ন USB ড্রাইভ উন্মোচন করে। এটা আপনার চারপাশের কয়েক টন ডেটা বহন করতে সক্ষম হবে। মানে CES তে 1TB এবং 2TB ক্ষমতাসম্পন্ন USB ড্রাইভ প্রদর্শন করা হয়।
Dell XPS 13 2-in-1
সেরা উইন্ডোজ ল্যাপটপta ভাল করা হয়েছিল। CES 2017 -তে থেকে XPS 13 2-in-1 লন্চ করে।
ভিডিও রিভিউ
Razer Project Valerie
Neonode AirBar
LG OLED W7 TV
Lego Boost
Honda’s Self-balancing motorcycle
Razer Project Ariana
Intel Compute Card
Sevenhugs Smart Remote
Kingston DataTraveler Ultimate GT
Dell XPS 13 2-in-1 –
মন্তব্য
যে কোন পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন ফ্রি
http://www.hl-bd.com