আগামী চার বছরে আরএফ মিররলেস লেন্স লাইনআপে অন্তত ৩২টি নতুন মডেল যুক্ত করতে যাচ্ছে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। এ ছাড়াও ‘পাওয়ারশট পিএক্স’-এর মতো নতুন ব্যতিক্রমী ডিজাইনের ক্যামেরার উপরও জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ‘ক্যানন রিউমার্স’।
আর স্মার্টফোনের কারণে সাশ্রয়ী দামের ক্যামেরার চাহিদা কমে গেলেও বাজারে ক্যামেরার ব্যয়বহুল মডেল ও লেন্সের চাহিদা বাড়তে থাকা চাহিদা মেটাতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন ক্যানন প্রধান ফুজিও মিতারাই। তার ভাষায়, “সনি’র বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করার মতো পর্যায়ে পৌঁছে গেছে ক্যানন। সবমিলিয়ে বাজার বিস্তার শেষ সীমানায় চলে এসেছে বলে মনে হচ্ছে”।
তিনি আরো বলেছেন, “গেল কয়েক বছরে আমরা প্রতিযোগিতামূলক ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা এবং আরএফ লেন্স দিয়ে আমাদের লাইনআপ সমৃদ্ধ করে ইওএস আর সিস্টেমের আবেদন বাড়ানোর চেষ্টা করেছি। ফলে মিররলেস ক্যামেরা বাজারে শক্ত অবস্থান তৈরি হয়েছে আমাদের, যেখান থেকে বাজারের শীর্ষ অবস্থানকে টার্গেট করতে পারি আমরা।”
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, ক্যানন নিজস্ব লক্ষ্যমাত্রা ধরে রাখতে পারলে চার বছর শেষে প্রতিষ্ঠানটির ‘ফুল ফ্রেম’ আরএফ মিররলেস লেন্সের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬০-এর ঘরে।
মন্তব্য করুন