Best Reseller Hosting Service in BD
আমি মোঃ শহিদুল ইসলাম রবিন।ProjuktiShop.Com এর সিইও হিসেবে কর্মরত আছি। ইচ্ছা আছে নিজের কাজ দ্বারা মানুষের জন্য আরও ভালো কিছু করার। দরকারেঃ rbn121@gmail.com
মোট পোস্ট সংখ্যা: 3  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ভিডিও সহ দেখে নিন মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্লক করার ডিভাইসের রিভিউ

আসসালামুয়ালাইকুম,

সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি।যার অসীম দয়ায় এখনও বেঁচে রয়েছি। আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আমি মোঃ শহিদুল ইসলাম রবিন। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল সিকিউরিটি নিয়ে একটা অনলাইন শপ চালু করেছি কিছুদিন হল। নাম প্রযুক্তিশপ ডট কম। ভাবছি আপনাদের জন্য প্রায় প্রতিটি প্রোডাক্ট এর রিভিউ দিব-আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আর কি।

e-HostBD Hosting Service

আজকে আমি আপনাদের জানাবো মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্লক করার ডিভাইস যাকে আমরা বলে থাকি Mobile Phone Network Jammer  সম্পর্কে এবং  ঠিক কি কি সুবিধার কারনে আপনি এই মেশিন ব্যবহার করতে পারেন।

ধরুন আপনি মসজিদে গভির মনোযোগের সহিত নামাজ পরছেন এমন সময় ঠিক পাশে থেকে একজনের মোবাইল এর রিংটোন জোড়ে বেজে উঠল, তখন কিন্তু সকলেরই ক্ষতি হবে মনোযোগের।

আর যদি রিংটোন হয় গান তবে ত কথাই নেই ?

আবার মনে করুন আপনার অফিসের স্টাফদের নিয়ে খুব জরুরি একটা কাজে মিটিং করতে বসছেন,সবাইকে মোবাইল সাইলেন্ট করে রাখতে বললেও কেউ কেউ আপনার অজান্তেই মেসেজ বা ফেসবুকে চ্যাট করে যাচ্ছে। যার ফলে সে পূর্ণ মনোযোগ দিতেই পারছে না কাজের প্রতি।

এইরকম অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে চলেছে যার জন্য দরকার মোবাইল নেটওয়ার্ক।

একদিকে যেমন এই মোবাইল নেটওয়ার্ক আমাদের জন্য অনেক বেশি দরকারি এবং উপকারি কিছু কিছু সময়ের জন্য আবার সেটা কালসাপ হয়ে দাঁড়ায়।

জীবনের ঠিক সেই ছোট ছোট  মুহূর্তগুলুকে নিরাপদে রাখতেই আপনার ব্যবহার করা দরকার Mobile Phone Network Jammer।

আসলে এটা কি ধরনের ডিভাইস??

Mobile Phone Network Jammer হল এমন এক ধরনের ডিভাইস যার দারা মোবাইল এর নেটওয়ার্ক ট্রান্সমিশন এবং নেটওয়ার্ক  রিসিপশন দুটুই ব্লক করা সম্ভব।

এর ব্যবহারের ফলে কি হবে??

সহজ কথায় আমরা বলতে পারি যেঃ যে ডিভাইস চালু করার ফলে মোবাইল এর নেটওয়ার্ক কাজ করে না বা উধাউ হয়ে যায় তাকে Mobile Phone Network Jammer বলা হয়ে থাকে।

কোথায় কোথায় ব্যবহার করতে পারি???

সাধারনত এমন সকল জায়গা যেখানে মোবাইল এর কানেকশন আপনার জন্য দরকারি হবে না এবং নেট না থাকাটাই উপকারি হবে।

এই যেমনঃ

মসজিদে নামাজ শুরু হবার আগে হুজুর যদি একটা সুইচ চেপে এই ডিভাইসটি চালু করে দেন তবে সকলের মোবাইল এর নেটওয়ার্ক চলে যাবে। তখন কোন অবস্থাতেই সেইসব মোবাইলে কল বা এস এম এস আসবে না।

আসবে কোত্থেকে ??? মোবাইলে যদি কোন প্রকার নেটওয়ার্ক না থাকে তবে এইসব ছাড়াও ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারবে না।

আবার মনে করেন খুব জরুরি ক্লাস হচ্ছে, সেখানেও আপনি এই Mobile Phone Network Jammer ব্যবহার করতে পারেন।

এছাড়াও আপনি চাইলে কনফারেন্স রুম,অডিটোরিয়াম, হসপিটাল, লাইব্রেরী, পরিক্ষা কেন্দ্র,স্কুল-কলেজ,আদালত,সিনেমাহলে ইত্যাদি জায়গায় ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই ডিভাইস এর অপব্যবহার না হয়।

নেটওয়ার্ক ফিরে পাবো কিভাবে?

আবার যখন আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন শুধু সুইচ টা বন্ধ করে দিলেই আবার সকলের মোবাইলে নেটওয়ার্ক চলে আসবে।

 কি কি ধরনের নেটওয়ার্ক ব্লক করতে পারে??

এই ধরনের ডিভাইস সাধারনত CDMA,GSM,DCS,PCS,WCDMA and PHS,3G,4G নেটওয়ার্ক ব্লক করতে পারে।

মানে বাংলাদেশে প্রচলিত গ্রামিন, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল,টেলিটক এবং সিটিসেল সহ অন্যান্য নেটওয়ার্ক ব্লক করতে পারে।

কতটুকু জায়গা কভার করবে?

এই Mobile Phone Network Jammer সাধারনত বিভিন্ন ধরনের হয়ে থাকে। একেক ধরনের ডিভাইস একেক ধরনের রেঞ্জ কভার করে থাকে।

তবে ভিডিওতে যে ডিভাইসটি রয়েছে সেটি প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফিট অথবা ৭৮৪৭ ইঞ্চির মত জায়গা কভার করবে। মানে এই রেঞ্জ এর ভেতর যদি কোন মোবাইল থাকে এবং ডিভাইসটি চালু থাকে তবে ব্যবহারকারি উনার মোবাইল এর নেটওয়ার্ক পাবেন না।

 

ভিডিওটি দেখলেই আপনি প্রমান সহ পেয়ে যাবেন কিভাবে এই ডিভাইস ইন্সটল করতে হবে, কিভাবে কাজ করে এবং কিভাবে এই Mobile Phone Network Jammer মোবাইল এর নেটওয়ার্ক ব্লক করে রাখে।

ভিডিও লিঙ্কঃ এইখানে ক্লিক করে ভিডিও দেখুন

 

কোথায় কিনতে পাবেনঃ  ভিডিও এর নিচে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আবার চাইলে আপনি গুগলে গিয়ে সার্চ করুনঃ Mobile phone network jammer in Bangladesh

দেখবেন বেশ কিছু রেজাল্ট গুগল আপনাকে দেখাচ্ছে, সেখান থেকে যে কাউকে কল দিয়ে আপনি কিনে নিতে পারেন।

এই টিউনটি ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজেঃ  https://www.facebook.com/ProjuktiShop

জয়েন পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/ProjuktiShop

আর কেমন লাগলো এই টিউন সেটা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের উৎসাহ না পেলে আরেকটা লিখার প্রেরনা কোথায় পাবো ???

আর ভালো লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু:) এবং যদি কোন প্রকার প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় টিউমেন্ট করবেন। আমি আমার মত করে উত্তর দেওয়ার চেস্টা করবো ইনশাল্লাহ। :)

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন- এই দোয়া করি আল্লাহ্‌র কাছে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন