মান সম্মত স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই ওয়ালটন সবার নজর কেড়েছে। ভোক্তাদের চাহিদা, বাজারদর সব কিছু্র সমন্বয় রেখেই স্মার্টফোন বাজারজাত করে ওয়ালটন। বিশেষ করে এখন দেশেই স্মার্টফোন তৈরী হয় বলে দামও তুলনামুলক কম ওয়ালটনের স্মার্টফোন গুলোর। Walton Primo HM4i এর কথাই ধরুন না। মাত্র ৭,৪৯০ টাকার স্মার্টফোনে ওয়ালটন আপনাকে অফার করছে ৩৮০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি, 5.5” HD Display, 1 GB RAM, 8 GB ROM সহ আরো অনেক ফিচার।
ডিভাইসটির বিস্তারিত আলোচনায় যাবার আগে প্রথমেই জেনে নেনো Primo HM4i এর হাইলাইটেড ফিচার গুলো।
** মেটাল ডিজাইন
** ফিংগার প্রিন্ট সেন্সর
** ও টি জি
** 3 in one Slot
এক নজরে দেখে নিন Primo HM4i এর ফিচার গুলো।
Primo HM4i এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ
ডিভাইসের নাম
Primo HM4i
ডিসপ্লে:
5.5″ HD IPS Display
প্রোটেকশন
2.5D Curved Glass
র্যাম
১ জিবি
রম
৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ
মালি ৪০০
ক্যামেরা
রিয়্যার ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল
ব্যাটারি
৩৮০০ মিলি এ্যম্পিয়ার
দাম
৭,৪৯০ টাকা।
ডিসপ্লে এবং টাচ
Primo HM4i এ ব্যবহৃত হয়েছে 5.5” 2.5D HD Display. Display-তে IPS টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুল্যুশন 1280 x 720 পিক্সেল। এছাড়া ডিসপ্লের কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য রয়েছে MiraVision Technology. ডিভাইসটির টাচ রেসপঞ্ছ কিন্তু বেশ ভালো, ল্যাগ ছিলোনা বিন্দু মাত্র। ডিভাইসটিতে ২ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।
র্যাম এবং রম
Primo HM4i এ রয়েছে DDR3 1 GB RAM এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo HM4i এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ। লো বাজেট হিসেবে এই কম্বিনেশন কিন্তু খারাপ না।
আনবক্সিং
Primo HM4i এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** সিম ইজেক্টর
** ব্যাক কভার
গেমিং পারফরমেন্স
Primo HM4i মূলত এন্ট্রি লেভেলের স্মার্টফোন। তারপরেও ডিভাইসটিতে আমি Asphalt 8, Sniper, MC4 গেমস গুলো ভাল ভাবেই রান করতে পেরেছি।
আউটলুক
Primo HM4i-এ রয়েছে 5.5” 2.5D HD IPS Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট।
Primo HM4i এর উপরের দিকে রয়েছে মাইক্রো ইউ.এস.বি চার্জিং এবং অডিও পোর্ট। রিয়্যার প্যানেলে রয়েছে ফ্লাশ লাইট সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফিংগার প্রিন্ট সেন্সরও রিয়্যার মাউন্টেড।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে বাম পাশে। এছাড়া সিম কার্ড ট্রে- রয়েছে ডিভাইসের ডান পাশে।
সম্পূর্ণ মেটালিক ফ্রেমে তৈরী ডিভাইসটির ব্যাকপার্ট-টি বেশ কার্ভ। আরো পাবেন এ্যন্টেনা ব্যান্ড, যা রয়েছে ক্যামেরা এবং ডিভাইসের নিচের দিকে।
ডিভাইসটির হ্যান্ড গ্রিপ বেশ ভালো। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ৩৮০০ মিলি এ্যম্পিয়ার। ডিভাইসটির দৈর্ঘ্য ১৫৪ মিলিমিটার, প্রস্থ্য ৭৭ মিলিমিটার এবং পূরুত্ব ৮.৪ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৬৮.৩ গ্রাম।
ইউজার ইন্টারফেস
Primo HM4i এ স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। সাথে পাবেন OTA আপডেট সুবিধা।
অপারেটিং সিস্টেম
Primo HM4i এ রয়েছে Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম।
ব্যাটারি
Primo HM4i এর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো এর ব্যাটারি ব্যাকাপ। ডিভাইসটিতে রয়েছে ৩৮০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি।
ক্যামেরা
Primo HM4i এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। ডিভাইসটির ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরো।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo HM4i এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo HM4i এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।
বেঞ্চমার্ক স্কোর
Primo HM4i এ আমরা এ্যানটুটু এবং গিকবেঞ্চ টেষ্ট করেছি। চলুন স্কোর গুলো দেখে নেই।
মন্তব্য করুন