Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 25  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Primo EF7- Hands On Review

এ্যন্ড্রেয়েড মোবাইল ফোন কিনবেন, কিন্তু বাজেট ৫ হাজার টাকার নিচে। ভাবছেন হয়তো এই দামে কোন স্মার্টফোন পাবেন না। হতাশ হবার কিছু নেই। আপনাদের জন্য ওয়ালটন নিয়ে আসলো বাংলাদেশে তৈরী মাত্র ৪,৪৯৯ টাকা মূল্যের স্মার্টফোন Primo EF7. দাম কত হলে কি হবে, ৪,৪৯৯ টাকার ডিভাইসটি কিন্ত আপনাকে অফার করছে আকর্ষণীয় সব ফিচার। Primo EF7 – এ রয়েছে 4.95” Full view Display, 2.5D Curved Glass, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরী, ৫ মেগাপিক্সেল রিয়্যার ২১০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক ফিচার। এক নজরে Primo EF7:

ডিভাইসের নাম Primo EF7
ডিসপ্লে: 4.95″ Full View Display
প্রোটেকশন 2.5D Curved Glass
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ২ মেগাপিক্সেল
ব্যাটারি ২১০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৪,৪৯৯টাকা।

 

চলুন এক নজরে দেখে নেই Primo EF7 এর ভাল লাগা ফিচার সমূহ:

** রেডিও উইথ রেকর্ডিং ফিচার

e-HostBD Hosting Service

** মাল্টি উইন্ডো

** ও টি জি

ডিসপ্লে এবং টাচ

Primo EF7 এ ব্যবহার করা হয়েছে ৪.৯৫” Full View Display. Display-টি FWVGA টেকনোলিজির তৈরী। ডিসপ্লের রেজুল্যুশন পাবেন ৪৮০ x ৯৬০ পিক্সেল। ডিসপ্লে-তে এক সাথে ২ আংগুল পর্যন্ত মাল্টি টাচ করতে পারবেন।

র‌্যাম এবং রম

Primo EF7 এ রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo EF7 এ ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জি.পি.ইউ।

আনবক্সিং

Primo EF7 এর সাথে আপনারা পাচ্ছেন:

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

গেমিং পারফরমেন্স:

এন্ট্রি লেভেলের স্মার্টফোন হলেও ডিভাইসটিতে  এসফাল্ট নাইট্রো,, সনিক ড্যাশ গেমস গুলো স্মুদলি রান করতে পেরেছি।

আউটলুক

Primo EF7-এ রয়েছে ৪.৯৫” Full View Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

নেভিগেশন কি গুলো রয়েছে আউট সাইড ডিসপ্লে।

মাইক্রো ইউ.এস.বি চার্জিং পোর্ট এবং অডিও পোর্ট রয়েছে উপরের দিকে। পেছনের দিকে রয়েছে ফ্লাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

ব্যাকপার্ট-টি কার্ভ রাখা হয়েছে। যার ফলে ডিভাইসটির হ্যান্ড গ্রিপাবেল। ডিভাইসটির পেছনের পার্ট-টি রিমুভেবল। সিম কার্ড এবং মাইক্রো এস.ডি পোর্ট গুলো রয়েছে ব্যাটারির উপরের দিকে।

ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২১০০ মিলি এ্যম্পিয়ার। ডিভাইসটির দৈর্ঘ্য ১৩৩ মিলিমিটার, প্রস্থ্য ৬২.২৩ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৫ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৩৫ গ্রাম মাত্র।

ইউজার ইন্টারফেস

Primo EF7 এ স্টক এ্যন্ড্রয়েড ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম

Primo EF7 এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android Nougat 7.0 অপারেটিং সিস্টেম। এছাড়া OTA’র মাধ্যমে অনলাইনে বিভিন্ন আপডেট ইউজার-রা পাবেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে।

ক্যামেরা

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনে বেশ কিছু ফিচার রয়েছে।

ক্যামেরা দিয়ে তোলা ছবি মোটামুটি পর্যায়ের। 

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo EF7 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Frimo EF7 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।

বেঞ্চমার্ক স্কোর

Primo EF7 এর এ্যানটুটু স্কোর করেছি আমরা। দেশীও ডিভাইস হিসেবে স্কোর কিন্তু যথেষ্ট্য ভালো। ডিভাইসটির বেঞ্চমার্ক স্কোর  এসেছে ২০,৩৭২ 

দাম

Primo EF7 এর বাজার মূল্য রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

  • আব্দুর রহমান বলেছেন:

    আমি কিনেছিলাম ফোনটা,,,কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়ে গেলো,,এখনো ফোনটা চালাচ্ছি সব ভালো আছে শুধু একটা ভালো নতুন ব্যাটারি কিনতে হবে,,

মন্তব্য করুন