বাজারে সমসাময়ীক ডিভাইস গুলোর সাথে পাল্লা দিতে ওয়ালটন রিলিজ করলো তাদের নতুন হ্যান্ডসেট Walton Primo S6 Dual. পূর্বের সাকসেসর Walton Primo S6 Infinity এর চেয়ে বেশ কিছু যায়গায় উন্নতি করে নতুন করে রিলিজ করেছে Walton Primo S6 Dual. বিশেষ করে নতুন এই ভার্সনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটাপ।
চলুন, বিলম্ব না করে শুর করি Walton Primo S6 DUAL এর হ্যান্ডস অন রিভিউ।
প্রথমেই জেনে নেবো Walton Primo S6 Dual এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ
ডিভাইসের নাম | Walton Primo S6 Dual |
ডিসপ্লে: | 5.7″ FULL View HD+ Display |
প্রোটেকশন | 2.5D Curved Glass |
র্যাম | 3 জিবি |
রম | 32 জিবি ( 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | Power VR Rogue GE8100 |
ক্যামেরা | রিয়্যার 13 MP+2 MP |
ফ্রন্ট 8 মেগাপিক্সেল | |
ব্যাটারি | 3500 মিলি এ্যম্পিয়ার |
দাম | 14,999 টাকা। |
আনবক্সিং
Walton Primo S6 Dual এর সাথে আপনারা পাচ্ছেন
** Hand set
** Standard Ear phone,
** USB Charger with Data Cable
** Sim Ejector
** Back Cover
** Warranty Card
** Safety Instructions
Walton Primo S6 Dual এর ভালা লাগা ফিচার গুলো
** ৪জি সাপোর্টেড
** OTG With reverse Charging
** Screen recorder, Smart Gesture,
** Face Unlock
** Notification Light
ডিসপ্লে এবং টাচ
Walton Primo S6 Dual এ রয়েছে 18:9 Ratio যুক্ত 5.7” HD+ Full View IPS Display. ডিসপ্লেতে রেজুল্যুশন রয়েছে 1440 x 720 পিক্সেল। ডিসপ্লের রেজুল্যুশন যথেস্ট্য উজ্বল বিশেষ করে দিনের বেলাও ডে-লাইট ভিজিবিলিটি চোখে পড়ার মত। ডিভাইসটিতে ৫ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।
র্যাম এবং রম
Walton Primo S6 Dual এ ব্যবহার করা হয়েছে 3 GB LPDDR3 জিবি র্যাম এবং 32 জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Walton Primo S6 Dual এ রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং গ্রাফিক্স ইউনিনে রয়েছে Power VR Rogue GE8100.
গেমিং পারফরমেন্স
Walton Primo S6 Dualএর গেমিং পারফরমেন্স সুপার্ব। হালের PUBG থেকে শুরু করে Asphalt Legend সব গুলো গেমস-ই স্মুদলি খেলতে পেরেছি। এছাড়া Powerful CPU এবং GPU এর কারণে গেমিং এক্সপিরিয়েন্স ত্বরান্নিত হয়েছে বেশ।
আউটলুক
ডিজাইনের দিক দিয়ে ওয়ালটন সমসাময়ীক সকল স্মার্টফোন থেকে অনেক এগিয়ে। Walton Primo S6 DUAL এর কথাই ধরুন না। Shiny and Lucrative ডিজাইনের Walton Primo S6 Dual পাচ্ছেন Black & Blue এই দুইটি কালারে।
শাইনি এবং গ্লসি ডিজাইনের Walton Primo S6 Dual এ রয়েছে ৫.৭” ডিসপ্লে। ফ্রন্ট প্যানেলে উপরের অংশে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
রিয়্যার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা। ক্যামেরার পজিশন অনেকটা আইফোন এক্স এর মত। বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ডিভাইসের মাঝ বরাবর।
Walton Primo S6 Dual এর উপরের দিকে রয়েছে USB Type C Charging Port এবং 3.5 MM Audio Port. ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে। সিম কার্ড ট্রে রয়েছে ডিভাইসের বাম পাশে।
ডিভাইসটি-তে ব্যবহৃত হয়েছে ৩৫০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।ডিভাইসটির দৈর্ঘ্য ১৫৩ মিলিমিটার, প্রস্থ্য ৭৩.৪ মিলিমিটার এবং পূরুত্ব ৮.৩ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৫৭ গ্রাম মাত্র।
ইউজার ইন্টারফেস
Walton Primo S6 Dual এ ইউজ করা হয়েছে ষ্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস ইউজারদের সুবিধা মত কাষ্টমাইজ করা হয়েছে।
তবে সাসপেনশন বাটন-টা আমার কাছে বেশি ভালো লেগেছে যা ডিভাইসের শর্টকাট কমান্ড হিসেবে কাজ করবে।
অপারেটিং সিস্টেম
Walton Primo S6 Dual এ ইউজ করা হয়েছে লেটেস্ট Android 8.1 Oreo. এছাড়া OTA এর মাধ্যমে পরবর্তীতে যে কোন আপডেট করা যাবে।
ক্যামেরা
Walton Primo S6 Dual এর ক্যামেরা সেকশনে বেশ ইম্প্রুভ করা হয়েছে। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফ্রন্ট ফ্ল্যা লাইট। যারা পোর্ট্রেইট মোডে ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই ডিভাইসে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটাপ।
কানেক্টিভিটি এবং সেন্সর
Walton Primo S6 Dual এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS, Gravity, Magnetic Field, Orientation, Finger Print এবং Hall Sensor. Walton Primo S6 Dual এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, OTG, WLAN Hotspot, Screen Cast ইত্যাদি।
স্পেশাল ফিচার
** 4G Enabled
** Smart Eye Protection
চোখের ক্ষতি যেন না হয় সেজন্য ডিসপ্লেতে বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
** Screen Recorder:
এই সুবিধাটা আমার ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ। কোন থার্ড পার্টি এ্যপস’র ঝামেলা নেই।
** Smart gesture
ফোন অফ থাকা অবস্থায় ডিসপ্লেতে বিভিন্ন Lettering Sign এর মাধ্যমে বিভিন্ন এ্যপস রান করা যায়।
বেঞ্চমার্ক স্কোর
Walton Primo S6 Dual এ আমরা এ্যনটুটু এবং গিকবেঞ্চ টেষ্ট করেছি। ডিভাইসটির বেঞমার্ক স্কোর কিন্তু আমাকে অবাক করেছে।
দাম
Walton Primo S6 Dual এর বাজার মূল্য রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা।
মন্তব্য করুন